Bangla News: 'বউকে মে*রে ফেলেছি', মায়ের কাছে এসে স্বীকারোক্তি ছেলের! কারণ শুনে শিউরে উঠল প্রতিবেশীরা

Last Updated:

Bangla News: একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি (AI)
প্রতীকী ছবি (AI)
কল্যাণ মণ্ডল, ঘটকপুকুর: নিজের স্ত্রীকে খুন করে মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের। যদিও দাবি করে, ভালবাসাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল সেকিন্তু সেই ভালবাসাই বারবার ধোঁকা দিচ্ছিল বলে নিজের স্ত্রীকে খুন করে দেবাশীষ নস্কর নামে ওই যুবক। বৃহস্পতিবার রাতে স্ত্রীর মৌমিতার সঙ্গে দেবাশিস নস্করের তুমুল বচসা হয়। রাস্তার উপরই দেবাশিসকে একাধিকবার মারধর করে মৌমিতা। বারে বারে অপমান সহ্য করতে না পেরেই খুন করেছে বলে মাকে জানায় দেবাশিস
advertisement
এর আগেও একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে অভিযোগ। এই নিয়ে থানায় মীমাংসা হয়েছিল। সে সময় মৌমিতাকে তার বাপের বাড়ির সদস্যরা নিয়ে গিয়েছিল। দু সপ্তাহ আগে নিজের মেয়ের কথা ভেবে দেবাশিস ঘুটিয়ারি শরিফে গিয়ে মৌমিতাকে নিজের বাড়িতে আনে। বাড়িতে এসেও পুনরায় একই ঘটনা ঘটাচ্ছিল মৌমিতা
advertisement
advertisement
নিজের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে ঘটকপুকুর খালপাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল দেবাশিস। সেখানেও বারে বারে অপমানিত হওয়ার কারণেই মৌমিতাকে খুন করেছে বলে জানায় তার মাকে। দেবাশিসবাবুর মা তা জানতে পেরে প্রতিবেশীদের জানায় এবং পরে খবর পেয়ে পুলিশ ঘটকপুকুর খাল থেকে উদ্ধার করে মৌমিতা নস্করের মৃতদেহ। এই ঘটনায় দেবাশিসকে গ্রেফতার করে বারুইপুর মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'বউকে মে*রে ফেলেছি', মায়ের কাছে এসে স্বীকারোক্তি ছেলের! কারণ শুনে শিউরে উঠল প্রতিবেশীরা
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement