Bangla News| Misti Hub: প্রশাসনের উদ্যোগে জল? মিষ্টি হাব থেকে সরে এলেন ব্যবসায়ীরা, লিখিত জানালেন 'আসল কারণ'

Last Updated:

Bangla News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের বর্ধমানের মিষ্টি হাব চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের ২০ তারিখে সেই হাব খোলার তৎপরতা শুরু করেছে প্রশাসন।

মিষ্টি হাবে 'না' কেন? প্রতীকী ছবি।
মিষ্টি হাবে 'না' কেন? প্রতীকী ছবি।
বর্ধমান : মিষ্টি হাব থেকে সরে এলেন ব্যবসায়ীরা। আগের পদ্ধতিতে মিষ্টি হাব চালু করে লাভের লাভ কিছুই হবে না বলেই মনে করছেন তাঁরা। প্রশাসন সব রকম সহযোগিতার আশ্বাস দিলেও মিষ্টি হাবে আর সময় ও অর্থ নষ্ট করতে চান না বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জেলা প্রশাসনকে জানিয়েও দিয়েছেন।
ক্রেতার অভাবে এক সময় পাকাপাকিভাবে মিষ্টি হাব বন্ধ করার কথা ঘোষণা করেছিল প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের বর্ধমানের মিষ্টি হাব চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের ২০ তারিখে সেই হাব খোলার তৎপরতা শুরু করেছে প্রশাসন। ৩০ মের মধ্যে সব দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রেতা টানতে সব সরকারি বাস মিষ্টি হাবে দাঁড়াবে বলে বিক্রেতাদের আশ্বাস দিয়েছে প্রশাসন। ঠিক সেই পরিস্থিতিতে মিষ্টি হাবের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই হাব খোলা নিয়ে জটিলতা তৈরি হল।
advertisement
advertisement
মিষ্টির কথা বললেই উঠে আসে বর্ধমানের নাম। শতাব্দী প্রাচীন জমজ মিষ্টি সীতাভোগ মিহিদানা তো আছেই, পাশেই আছে শক্তিগড়ের ল্যাংচা। ছানা এখানে সহজলভ্য হওয়ায় এই শহরে রসগোল্লা সন্দেশ-সহ আরও অনেক মিষ্টিই রসনায় জল আনে।
advertisement
এই শহরেই সাধের মিষ্টি হাব গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব সেরা মিষ্টি সেখানে ঠাঁই পাবে -পরিকল্পনা ছিল তেমনটাই। সেই মিষ্টি হাব এখন বন্ধ। বার বার চেষ্টা করেও তা চালু রাখা যায়নি। ফের মুখ্যমন্ত্রীর নির্দেশে মিষ্টি হাব চালুর তৎপরতা শুরু হয়েছে।
২০১৭ সালের ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি হাবের উদ্বোধন করেন। কিন্তু কোনওদিনই সেই মিষ্টি হাব ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেনি। যার জেরে মিষ্টি হাবের পঁচিশটি দোকানের সব কটিই এখন তালাবন্ধ।
advertisement
ব্যবসায়ীরা বলছেন, জাতীয় সড়কের ধারে জনবসতিহীন এলাকায় তৈরি করা হয় এই হাব। তাই স্থানীয় বাসিন্দারা নন, শুধু মাত্র জাতীয় সড়ক ব্যবহারকারীরাই এই হাবের একমাত্র ক্রেতা। অথচ মিষ্টি হাবের আশপাশে বাস বা গাড়ি দাঁড় করানোর কোনও জায়গা ছিল না। কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে মিষ্টি হাবের এক কিলোমিটার আগেই শক্তিগড়ের ল্যাংচার সারি সারি দোকান। সেখানে চা জলখাবার সবই মেলে। তাই সাজানো গোছানো সেই বাজারেই গাড়ি দাঁড় করান বেশিরভাগ পর্যটক ও পথচলতি গাড়ি। এরপর আর মিষ্টি হাবে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করেন না অনেকেই। তাই আখেরে লাভের লাভ কিছুই হয় না। তাতেই নতুন করে মিষ্টি হাব খোলায় ব্যবসায়ীদের উদ্যোগ বা উৎসাহ কোনোটাই নেই। সেটাই স্পষ্টভাবে প্রশাসনকে জানিয়ে দিলেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| Misti Hub: প্রশাসনের উদ্যোগে জল? মিষ্টি হাব থেকে সরে এলেন ব্যবসায়ীরা, লিখিত জানালেন 'আসল কারণ'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement