ব্যাঙ্কের নিয়মে বড় বদল! আপনার প্রতিটি অ্যাকাউন্টেই এবার নজর রাখতে চলেছে সরকার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না।
নগদ লেনদেনে নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। ব্যাঙ্কের নগদ লেনদেনের নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত সব অ্যাকাউন্ট মিলিয়ে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে কোনও প্যান বা আধার বাধ্যতামূলক ছিল না। কিন্তু, এবার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ক্ষেত্রে বছরে কুড়ি লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
advertisement
আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না। কিন্তু, নতুন এই নিয়মের ফলে তা প্যান বা আধার সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।
advertisement
advertisement
advertisement
এতদিন পর্যন্ত একসঙ্গে ৫০ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনেও নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে প্যান কার্ড চাওয়া হত। কিন্তু কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তার সব লেনদেনের উপর নজরদারির কোনও ব্যবস্থা ছিল না। এবার সেটাই করছে বর্তমান নরেন্দ্র মোদি সরকার।
advertisement