নগদ লেনদেনে নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। ব্যাঙ্কের নগদ লেনদেনের নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত সব অ্যাকাউন্ট মিলিয়ে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে কোনও প্যান বা আধার বাধ্যতামূলক ছিল না। কিন্তু, এবার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ক্ষেত্রে বছরে কুড়ি লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। প্রতীকী ছবি।
আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না। কিন্তু, নতুন এই নিয়মের ফলে তা প্যান বা আধার সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। প্রতীকী ছবি।
পাশাপাশি, ২০ লক্ষের বেশি লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক করা হলে, নগদে লেনদেনের প্রবণতা কমতে পারে বলেও মনে করছে কেন্দ্র। সেক্ষেত্রে ভারতকে নগদহীন অর্থনীতি করার যে চেষ্টা মোদি সরকার করে চলেছে, সেদিকেও কয়েকধাপ এগিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না। প্রতীকী ছবি।
এতদিন পর্যন্ত একসঙ্গে ৫০ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনেও নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে প্যান কার্ড চাওয়া হত। কিন্তু কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তার সব লেনদেনের উপর নজরদারির কোনও ব্যবস্থা ছিল না। এবার সেটাই করছে বর্তমান নরেন্দ্র মোদি সরকার। প্রতীকী ছবি।