Mahalaya 2025: মহালয়ার দিন তর্পণের জন্য গঙ্গাসাগর যাবেন ভাবছেন! প্রশাসনের 'এই' নির্দেশ না মানলে বিপদে পড়বেন, জেনে নিন এখনই

Last Updated:

Mahalaya 2025: প্রাকৃতিক দুর্যোগে গঙ্গাসাগরে একাধিক বিচ ভেঙে চুরমার। ফলে এবার মহালয়াতে একটাই বিচ খোলা থাকবে। গঙ্গাসাগরের ওয়ান-বি-বিচকে সেই জন্য প্রস্তত করা হচ্ছে।

News18
News18
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রাকৃতিক দুর্যোগে গঙ্গাসাগরে একাধিক বিচ ভেঙে চুরমার। ফলে এবার মহালয়াতে একটাই বিচ খোলা থাকবে। গঙ্গাসাগরের ওয়ান-বি-বিচকে সেই জন্য প্রস্তত করা হচ্ছে। সাগরে এমনিতেই দুই ও তিন নম্বর বিচ গত দু’বছর ধরে বন্ধ। সম্প্রতি চার নম্বর বিচ খারাপ হয়ে যায়। বর্তমানে বাঁধ ভেঙে চৌচির। চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা পাথর, ইটের টুকরো-সহ আরও অনেক সামগ্রী।
সব মিলিয়ে ছ’টি বিচ ব্যবহার করার মতো অবস্থায় নেই। রবিবার, মহালয়ার তর্পণ ও স্নানের জন্য প্রশাসন থেকে সাতটির মধ্যে একটি বিচ ব্যবহার করার জন্য খোলা রাখা হবে। ফলে সমস্ত ভিড় একত্রিত হবে ওয়ান-বিচে। লক্ষাধিক মানুষের ভিড় একটি বিচে সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবছর।
আরও পড়ুনঃ দেশলাই বাক্স, আখরোটের উপর মা দুর্গা! শিল্পীর শিল্পকলা না দেখলে বিশ্বাস হবে না, স্বপ্ন ওয়ার্ল্ড রেকর্ড গড়ার
যাঁরা সাগরে আসবেন, তাঁরা যাতে অন্যান্য বিচে না চলে যান, তার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হবে। গঙ্গাসাগরের কে ওয়ান বাসস্ট্যান্ড থেকেই পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা পুণ্যার্থীদের ১-এ বিচের দিকে যাওয়ার জন্য সহায়তা করবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হঠাৎই ধ্বংসাত্মক ভাঙন শুরু! চোখের সামনে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে সর্বস্ব! ভিডিও দেখলে আঁতকে উঠবেন
মহালয়া উপলক্ষ্যে ওই বিচের আশেপাশে ছাউনি তৈরি করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে আবেদন করা হয়েছে। প্রশাসন থেকে ওই চত্বরে ৫০টি অস্থায়ী শৌচালয় বসানোর সঙ্গে পর্যাপ্ত পানীয় জল ও আলোর ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার দুপুর থেকে বেশ কয়েক ঘণ্টা ভাটার কারণে ভেসেল পরিষেবা বন্ধ থাকতে পারে। সেজন্য কচুবেড়িয়ায় পুণ্যার্থীদের ভাল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। একসঙ্গে যাতে অনেককে ওপারে নিয়ে যাওয়া যায় সেজন্য দু’টি বার্জ রাখা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahalaya 2025: মহালয়ার দিন তর্পণের জন্য গঙ্গাসাগর যাবেন ভাবছেন! প্রশাসনের 'এই' নির্দেশ না মানলে বিপদে পড়বেন, জেনে নিন এখনই
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement