হঠাৎই ধ্বংসাত্মক ভাঙন শুরু! চোখের সামনে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে সর্বস্ব! ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Padma Erosion: ধ্বংসাত্মক পদ্মা ভাঙনে জেরবার রঘুনাথগঞ্জ ২ ব্লক। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ভাঙন আতঙ্কে এখন দিশেহারা শয়ে শয়ে পরিবার। তলিয়ে গিয়েছে বাড়ি ঘর থেকে বড়বড় গাছ, বাগান।

+
ধ্বংসাত্মক

ধ্বংসাত্মক পদ্মা ভাঙনে জেরবার রঘুনাথগঞ্জ ২ ব্লক

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: দুর্গাপুজোর উৎসবের মরশুমের আগেই ঘনিয়ে এল বিপদ। মুর্শিদাবাদ জেলার একের পর এক এলাকা নতুন করে যেন ভাঙনের কবলে। সামশেরগঞ্জের পর ছিল লালগোলা। এবার নতুন করে ভাঙন শুরু হয়েছে রঘুনাথগঞ্জে। ভাঙন আতঙ্কে আবারও ঘুম উড়ল পদ্মা পাড়ের বাসিন্দাদের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা নদী, লালগোলায় পদ্মা ভাঙনের পর এবার ধ্বংসাত্মক পদ্মা ভাঙনে জেরবার রঘুনাথগঞ্জ ২ ব্লক।
প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ভাঙন আতঙ্কে এখন দিশেহারা শয়ে শয়ে পরিবার। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে! প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হবে দুর্যোগ মোকাবিলায়? সেই দিকেই তাকিয়ে ভাঙন দুর্গতরা।
আরও পড়ুনঃ ৩০০ বছরের পুরনো…! ভাদ্র মাসের সংক্রান্তির দিন গেঁড়ি বুড়ির মেলা, এ যেন প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি, কোথায় বসে মেলাটি?
রঘুনাথগঞ্জ ২ ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামে শুরু হয়েছে ভাঙন। তলিয়ে গিয়েছে বাড়ি ঘর থেকে বড়বড় গাছ, বাগান। আতঙ্কে নদী পাড় থেকে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিন ধরেই রাধাকৃষ্ণপুর গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছিল। তবে এদিন ভোর থেকে ভাঙন ভয়ঙ্কর আকার নেয়। নদীর ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি চোখের সামনে পদ্মার জলে তলিয়ে গিয়েছে। নিশ্চিহ্ন বিঘার পর বিঘা জমি। প্রায় এক কিমি এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাঙন কবলিত রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা জানান,  ভাঙন শুরু হয়েছে হঠাৎই। পরপর বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, বাঁশ ঝাড়, বড় বাড়ি চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কেউ কেউ প্রয়োজনীয় সামগ্রী টানতে পেরেছে, কেউ আবার পারেনি। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে রাধাকৃষ্ণপুরের পদ্মা পাড়ের বাসিন্দাদের। অনেকেই বাড়ি ঘর ছেড়ে শেষ সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হঠাৎই ধ্বংসাত্মক ভাঙন শুরু! চোখের সামনে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে সর্বস্ব! ভিডিও দেখলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement