৩০০ বছরের পুরনো...! ভাদ্র মাসের সংক্রান্তির দিন গেঁড়ি বুড়ির মেলা, এ যেন প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি, কোথায় বসে মেলাটি?

Last Updated:

Daspur Genri Buri Mela: তিনশো বছরেরও বেশি পুরোনো এই গেঁড়ি বুড়ির মেলা। এই মেলা ঘিরে নানান লোককথা প্রচলিত আছে। গেঁড়ি বুড়ি ছাড়াও এখানে পূজিত হন বিশালাক্ষী, শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী-সহ অন্যান্য দেবদেবী। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয় মেলা।

+
প্রাচীন

প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি দাসপুরের গেঁড়ি বুড়ির মেলা

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুর থানার পুরুষোত্তম পুরে তিন শতাধিক বৎসরের পূর্ব থেকে ধর্ম সংক্রান্তি তথা ভাদ্র মাসের সংক্রান্তির দিন বসে গেঁড়ি বুড়ির মেলা। অনেকেই বলেন, এই মেলা দাসপুর থানার প্রাচীনতম মেলা। এই মেলাটি গেঁড়ি বুড়ির জাত নামেও পরিচিত, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনশো বছরেরও বেশি পুরোনো এই গেঁড়ি বুড়ির মেলা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের বলিহারপুরে বিশ্বকর্মা পুজোর দিন দিয়ে বসে মেলাটি। প্রায় তিনশো বছর আগেকার এই মেলা ঘিরে নানান লোককথা প্রচলিত আছে।
আরও পড়ুনঃ ৩৫০ বছরে দেবী রূপের বদল নেই! ভেঙেছে নাট মন্দিরের একাংশ, তবু রীতিনীতি মেনেই পটেশ্বরীর পুজো
গেঁড়ি বুড়ি ছাড়াও এখানে পূজিত হন বিশালাক্ষী, শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী-সহ অন্যান্য দেবদেবী। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয় মেলা। এই মেলা এক অভিনব মেলা। যেখানে আপনি পেয়ে যাবেন বাড়ির দরকারি সমস্ত রকম জিনিসপত্র। এরকম মেলা সাধারণত খুব কম হয়। যেখানে মাছ ধরার সরঞ্জাম যেমন গাঁতি জাল, ঘাট গাঁতি, মরুলা গাঁতি, লাফাতে পাতার জাল, ফেটা জাল, বিভিন্ন মাপের ছিপ, হুইল ডোর বঁড়শি তথা মাছ ধরার কাঁটা, জাল, সুতো পাওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো বাঙালিয়ানায়! ১৫০ বছরের ‘স্টিম সাহেব’এর দীর্ঘায়ু কামনায় কী হচ্ছে জানেন?
এছাড়াও মিলবে হাতের বানান বেতের জিনিস যেমন ধুচুনি খালুই চ্যাঙারি, ঠ্যাকা, তালপাতার পেখ্যা, কুলো, চালুনি, চুবড়ি, ঝড়া। মনোহারি জিনিস, খেলনা। পাশাপাশি রকমারি খাবার, ফুচকা-সহ নানান মুখরোচক চেনা ও হারিয়ে যাওয়া খাবার পাবেন এখানে।
advertisement
সব মিলিয়ে আট থেকে আশি মেতে ওঠেন এই মেলায়। নানান জিনিস কিনে জিলিপি ও পাঁপড় ভাজা হাতে নিয়ে পড়ন্ত বিকেলে বাড়ির পথ ধরেন দর্শনার্থীরা। তাই এটি শুধু মেলা নয় বরং এখানকার মানুষের আবেগের আরেক নাম গেঁড়ি বুড়ির মেলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩০০ বছরের পুরনো...! ভাদ্র মাসের সংক্রান্তির দিন গেঁড়ি বুড়ির মেলা, এ যেন প্রাচীন সংস্কৃতির প্রতিচ্ছবি, কোথায় বসে মেলাটি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement