দেশলাই বাক্স, আখরোটের উপর মা দুর্গা! শিল্পীর শিল্পকলা না দেখলে বিশ্বাস হবে না, স্বপ্ন ওয়ার্ল্ড রেকর্ড গড়ার

Last Updated:
Micro Art Durga Idol: বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বানিয়েছেন আখরোটের উপর মা দুর্গা। অসম্ভব সুন্দর কারুকার্য। আখরোটের ভিতরে কুড়ে কুড়ে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। 
1/5
মা দুর্গার অভূতপূর্ব মাইক্রো আর্ট কালেকশন। এরই মধ্যে এই কালেকশন ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বাঁকুড়ার একজন নামকরা শিল্পী দীর্ঘ ১০ বছর ধরে তৈরি করেছেন এই জিনিসগুলি।
মা দুর্গার অভূতপূর্ব মাইক্রো আর্ট কালেকশন। এরই মধ্যে এই কালেকশন ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বাঁকুড়ার একজন নামকরা শিল্পী দীর্ঘ ১০ বছর ধরে তৈরি করেছেন এই জিনিসগুলি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/5
বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বানিয়েছেন আখরোটের উপর মা দুর্গা। অসম্ভব সুন্দর কারুকার্য। আখরোটের ভিতরে কুড়ে কুড়ে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। 
বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বানিয়েছেন আখরোটের উপর মা দুর্গা। অসম্ভব সুন্দর কারুকার্য। আখরোটের ভিতরে কুড়ে কুড়ে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা।
advertisement
3/5
দেশলাই বাক্সের সাইজের মা দুর্গা। মা দুর্গা বানিয়ে প্রতিবছর চমক দেন শিল্পী। চমক দিয়েছিলেন তিনি একটি অত্যন্ত ক্ষুদ্র মা দুর্গার প্রতিমা বানিয়ে। 
দেশলাই বাক্সের সাইজের মা দুর্গা। মা দুর্গা বানিয়ে প্রতিবছর চমক দেন শিল্পী। চমক দিয়েছিলেন তিনি একটি অত্যন্ত ক্ষুদ্র মা দুর্গার প্রতিমা বানিয়ে।
advertisement
4/5
বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান,
বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, 'প্রায় তিনমাস ধরে একটু একটু করে কাজটা করছি। অনেকক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়। <span style="color: currentcolor;">দুর্গা পুজোর ভাইব তুঙ্গে। আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা গিয়েছে সর কাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল রকমারি মাইক্রো মা দুর্গা। অন্যান্য মা দুর্গার মতোই এই মা দুর্গাও বলছেন একটি যুদ্ধবিহীন পৃথিবীর গল্প।</span>
advertisement
5/5
বাঁকুড়ার অভিজ্ঞ এই শিল্পী দীর্ঘ ৩ দশক ধরে করে আসছেন এই কাজ। চোখের সমস্যা থাকলেও থামছেন না তিনি। বলছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চান তিনি। (ছবি ও তথ্য নীলাঞ্জন: বন্দ্যোপাধ্যায়)
বাঁকুড়ার অভিজ্ঞ এই শিল্পী দীর্ঘ ৩ দশক ধরে করে শিল্পচর্চা করছেন। চোখের সমস্যা থাকলেও থামছেন না তিনি। বলছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চান তিনি। (ছবি ও তথ্য নীলাঞ্জন: বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement