দেশলাই বাক্স, আখরোটের উপর মা দুর্গা! শিল্পীর শিল্পকলা না দেখলে বিশ্বাস হবে না, স্বপ্ন ওয়ার্ল্ড রেকর্ড গড়ার
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Micro Art Durga Idol: বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বানিয়েছেন আখরোটের উপর মা দুর্গা। অসম্ভব সুন্দর কারুকার্য। আখরোটের ভিতরে কুড়ে কুড়ে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, 'প্রায় তিনমাস ধরে একটু একটু করে কাজটা করছি। অনেকক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়। <span style="color: currentcolor;">দুর্গা পুজোর ভাইব তুঙ্গে। আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা গিয়েছে সর কাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল রকমারি মাইক্রো মা দুর্গা। অন্যান্য মা দুর্গার মতোই এই মা দুর্গাও বলছেন একটি যুদ্ধবিহীন পৃথিবীর গল্প।</span>
advertisement