Durga Puja 2025 : আসানসোলের পুজোয় নতুন বার্তা! মেয়ে মানেই আলো, সমাজে এগিয়ে যাওয়ার অনন্য ভাবনা

Last Updated:

Asansol Durga Puja 2025 : বার্নপুর পুরানহাট এলাকার রয়েছে নববিকাশ দুর্গোৎসব। এবার তাদের থিম দ্যুতি। মেয়েদের সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ ভাবনা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে।

+
তৈরি

তৈরি হচ্ছে মণ্ডপ 

রিন্টু পাঁজা, আসানসোল : মেয়ে মানেই বোঝা নয়। মেয়ে মানে বাবা মায়ের কাছে আশার আলো। ঠিক যেনও প্রদীপের মত। একটা ছেলে যেমন বাবা মায়ের কাছে আশার আলো, একটা মেয়েও ঠিক তেমনই। তাই সমাজে মেয়েরা আজ অনেকটাই এগিয়ে চলেছে। মেয়েদের সমাজে এগিয়ে নিয়ে যেতে সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পও চালু করেছে। তাই আজ মেয়েরা পিছিয়ে নেই, সামনে আলোর মত এগিয়ে যাচ্ছে। এবার সেই মেয়েদের এগিয়ে নিয়ে যেতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এই পুজো মণ্ডপ।
মেয়েরা যাতে ছোট থেকেই শিক্ষিত হতে পারে, সমাজে যেনও তাদের উপরে নির্যাতন না হয়, পুজোর থিমে উঠে আসবে তেমনই বার্তা। সমাজ তখনই এগিয়ে যাবে, যখন মেয়েরা আলোর জ্যোতির মত এগিয়ে যাবে। তবেই সমাজ একটা ভাল জায়গায় পৌঁছবে। তাই এবারে পুজোয় মেয়েদের সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ ভাবনা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে আসানসোলের বার্নপুরের এই পুজো মণ্ডপটি।
advertisement
আরও পড়ুন : ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল সব, কিছু বোঝার আগে ছাই হয়ে গেল তিন ভাইবোন! পুরোটা জানলে কান্না আসবে
বার্নপুর নববিকাশ দুর্গোৎসব কমিটির কালচারাল সেক্রেটারি শুভদীপ ঘোষ জানিয়েছেন, পুরো মণ্ডপটি সম্পন্ন হলে বুঝতে পারবেন মণ্ডপটি ঘন্টার মত রূপ দেওয়া হয়েছে। আমাদের মণ্ডপের সূচনা হচ্ছে পঞ্চমীর দিন। আমরা যদি আমাদের সমাজের কথা না ভাবি, তাহলে কারা ভাববে। তাই আমাদের এবারে ভাবনা দ্যুতি। আমরা এটার মাধ্যমে সমস্ত জনসাধারণের কাছে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা দিতে চাইছি। পুজোর পাশাপাশি আমরা চারটে দিন বিভিন্ন সামাজিক কাজকর্মের আয়োজন করেছি।
advertisement
advertisement
আরও পড়ুন : সেনা জওয়ানের রহস্যজনক মৃ*ত্যু, তদন্তে বিরাট মোড়! গ্রেফতার BSF জওয়ান! কী হয়েছিল?
আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুর পুরানহাট এলাকার রয়েছে নববিকাশ দুর্গোৎসব। এবারে তাদের পুজোর থিমের ভাবনা দ্যুতি। প্রায় আড়াই লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজোর মণ্ডপ। মণ্ডপের বাইরের অংশটি সম্পূর্ণ একটি ঘন্টা রূপ দেওয়া হয়েছে এবং মণ্ডপের ভিতরের অংশটি ফোমের ওপরে বিভিন্ন নকশা করে কাপড়, গামছা ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। উষ্ণ আলোয় ছোঁয়া থাকবে ভিতরে। তারা এই থিমের মধ্যে বার্তা দিতে চাইছেন, সমাজে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি পুজোর কয়েকটা দিন সামনের একটি বৃদ্ধাশ্রম থেকে বয়স্কদের নিয়ে এসে এলাকায় এলাকায় প্রতিমা দর্শন করানো ও খাওয়া দাওয়ার একটি বন্দোবস্ত করে থাকেন এই পুজো উদ্যোক্তারা। এবারেও রয়েছে সেই এখই পরিকল্পনা। সবমিলিয়ে শহরের এই পুজো কমিটি আনন্দের সঙ্গেসঙ্গে সমাজরক্ষার বার্তাও দিচ্ছেন। যা উৎসবের মাঝে অনন্য করে চুলূে এই মণ়্কে, আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : আসানসোলের পুজোয় নতুন বার্তা! মেয়ে মানেই আলো, সমাজে এগিয়ে যাওয়ার অনন্য ভাবনা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement