ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল সব, কিছু বোঝার আগে ছাই হয়ে গেল তিন ভাইবোন! পুরোটা জানলে কান্না আসবে

Last Updated:

Fire Accident : ভয়াবহ অগ্নিকাণ্ডে জমজ দুই শিশু সহ এক নাবিলাকার মৃত্যু। শনিবার মধ্যরাতে রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়া এলাকার ঘটনা।

আগুনে ভস্মীভূত বাড়ি।
আগুনে ভস্মীভূত বাড়ি।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : ভয়াবহ অগ্নিকাণ্ডে জমজ দুই শিশু সহ এক নাবিলাকার মৃত্যু। রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু এক নাবালিকা কন্যার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত দুই শিশুর নাম সাহিল ও আদিল বয়স ৭ বছর , এবং নাবালিকা কন্যার নাম সাজিদা খাতুন (৯)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শয়ন শেখ ও নয়ন শেখ দুই ভাইয়ের বাড়ি এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় শনিবার মধ্যে রাতে। মৃত দুই জমজ বালক ও নাবালিকা কন্যার বাবা হল শয়ন শেখ। প্রাথমিক সূত্রে জানা যায় শয়ন শেখের বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। কিন্তু বাড়ির ঘরের মধ্যেই ছিল গ্যাস সিলিন্ডার। তিন ভাই ও বোন একসঙ্গে ঘুমিয়েছিল। কখন আগুন লেগে যায় বুঝতে পারেননি তারা। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে যায় বলে খবর।
advertisement
আরও পড়ুন : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের
ফলে আগুন ছড়িয়ে পড়ে আরও দ্রুত। আগুন দেখেই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে ছুটে এলেও শেষ রক্ষা করতে পারেন নি। আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের আসবাবপত্র সহ সমস্ত জিনিস। ঘুমন্ত অবস্থায় দুই জমজ ভাই সহ এক নাবালিকার প্রাণ চলে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার , ও রানিতলা থানার পুলিশ প্রশাসন। মৃত ২ বালক ও নাবালিকা কন্যার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নশিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, দমকল আসার আগেই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একই পরিবারের তিনজন ছোট্ট সদস্যর এই ভাবে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ চলে যাওয়ার কারণেই কান্নার রোল নেমে এসেছে পরিবার সহ গ্রাম জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল সব, কিছু বোঝার আগে ছাই হয়ে গেল তিন ভাইবোন! পুরোটা জানলে কান্না আসবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement