BSF Jawan Arrest : সেনা জওয়ানের রহস্যজনক মৃ*ত্যু, তদন্তে বিরাট মোড়! গ্রেফতার BSF জওয়ান! কী হয়েছিল?

Last Updated:

BSF Jawan Arrest : অশোকনগরে সেনা জওয়ান খুনের ঘটনায় গ্রেফতার অন্য এক জওয়ান। এই ঘটনায় বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অশোকনগর থানা।
অশোকনগর থানা।
অশোকনগর, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম : অশোকনগরে সেনা জওয়ান খুনের ঘটনায় গ্রেফতার অন্য এক সেনা জওয়ান। অশোকনগরে ন*লিকাটা দেহ উদ্ধারের ১ মাসের মাথায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হল এক বিএসএফ জওয়ান সহ মোট দুজনকে।
অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকার ব্যস্ততম রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার হয় ন*লিকাটা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ। অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গত ৬ আগস্ট মৃত যুবকের পকেটে পাওয়া একটি বাসের টিকিটের সূত্র ধরে যুবকের নাম পরিচয় জানা যায়।
আরও পড়ুন : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের
জানা যায়, ৩৩ বছরের মৃত যুবকের নাম শেখ নুর আলাম। পেশায় তিনি প্রাক্তন সেনা কর্মী। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার কাঞ্চননগর এলাকায়। অন্যদিকে ছেলের মৃত্যুর খবর শুনেই অশোকনগরে ছুটে আসেন প্রাক্তনের সেনা জওয়ানের বাবা সহ প্রতিবেশীরা। মৃত যুবকের দেহ শনাক্ত করেন তাঁরা। ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন অসহায় বাবা।
advertisement
advertisement
আরও পড়ুন : মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?
মৃতের বাবা শেখ সিরাজুল ইসলাম দাবি তোলেন, ছেলেকে যারা নির্মমভাবে হ*ত্যা করেছে, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠিন শাস্তি দিক। তারপর তৎপরতার সঙ্গে এক মাসের মধ্যে অশোকনগর থানার পুলিশ  উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই খু*নের ঘটনায় গ্রেফতার করে অশোকনগর কল্যাণগড়র এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত কচুয়ার বাসিন্দা শম্ভু পাল নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে এই কাণ্ড, তা জানার চেষ্টা করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF Jawan Arrest : সেনা জওয়ানের রহস্যজনক মৃ*ত্যু, তদন্তে বিরাট মোড়! গ্রেফতার BSF জওয়ান! কী হয়েছিল?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement