Anubrata Mondal Satabdi Roy: অনুব্রতের পথেই শতাব্দী! কেষ্টকে নিয়ে যা বললেন, তোলপাড় রাজ্য রাজনীতি!

Last Updated:

Anubrata Mondal Satabdi Roy: অনুব্রত মণ্ডলের গরহাজিরায় কি নির্বাচনী প্রচারের হাল শতাব্দী রায়ের হাতে?

+
অনুব্রতর

অনুব্রতর পথেই শতাব্দী

বীরভূম: যে ব্লক থেকে অনুব্রত মণ্ডল যে কোনো ভোট প্রচার শুরু করতেন, সেই ব্লক থেকেই ভোট প্রচার শুরু করলেন সাংসদ শতাব্দী রায়৷ শনিবার দিনভর সিউড়ি ২ ব্লকে প্রচার করলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোটকে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মীসভা হোক কিংবা জনসভা, অনুব্রত মণ্ডল সর্বদাই সিউড়ি ২ ব্লক থেকে শুরু করতেন। সেই ধারাই অব্যাহত রাখলেন অভিনেত্রী শতাব্দীও। তিনিও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলাজুড়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির সূচনা হল সেই সিউড়ি ২ ব্লক থেকেই। এদিন শতাব্দীর মুখে অনুব্রতর নামও শোনা যায়। ‘রাজনীতির জন্য তাঁর অবদান অনেক’, অনুব্রত মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শতাব্দী রায়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।
advertisement
advertisement
এদিন সকালে তিনি প্রথমে সিউড়ি ২ ব্লকে কোমা পঞ্চায়েত এলাকায় যান। সেখানেই তিনি একটি জনসভা করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি যান পুরন্দরপুর পঞ্চায়েত এলাকায়। পুরন্দরপুরেই তিনি মধ্যাহ্নভোজন করেন।
advertisement
তারপর সেখান থেকে ওই ব্লকের অভিনাশপুর পঞ্চায়েত এলাকা, বনশঙ্কা পঞ্চায়েত এলাকা এবং সব শেষে গোবরা পঞ্চায়েত এলাকায় যান। প্রত্যেক জায়গায় তিনি সভা করেন। সব শেষে গোবরা পঞ্চায়েত এলাকায় সভা করে দিনের কর্মসূচি শেষ করেন।
—- Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Satabdi Roy: অনুব্রতের পথেই শতাব্দী! কেষ্টকে নিয়ে যা বললেন, তোলপাড় রাজ্য রাজনীতি!
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement