Bangla News: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, 'তাড়াতাড়ি ফিরুন'
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: অতি সত্ত্বর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার গুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মরশুমের শুরুতেই সবেমাত্র ট্রলার গুলি একটি করে টিপ সেরেছে।
নামখানা: সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিল মৎস্য দফতর। আবহাওয়া খারাপের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিল মৎস্য দফতর। মৎস্য দফতরের নির্দেশ অনুযায়ী, আজ রবিবার এবং আগামীকাল, সোমবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে সমুদ্র উত্তল হওয়া সম্ভাবনা রয়েছে।
অতি সত্ত্বর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার গুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মরশুমের শুরুতেই সবেমাত্র ট্রলার গুলি একটি করে টিপ সেরেছে। সবে মাত্র দুই দিন হল মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিল। আর তারই মধ্যে আবহাওয়া খারাপের জন্যে ফিরে আসতে হলে বড় লোকসানের মুখে পড়তে হবে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের, এমনটাই জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা।
advertisement
advertisement
বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তটি মসুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরে অবস্থান করছে। এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আগামীতে শক্তি সঞ্চয় করতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের জেরে সাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 9:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, 'তাড়াতাড়ি ফিরুন'