Bengal Bjp: রবিবারের বিরাট প্ল্যান, বঙ্গ বিজেপির ৩ সেনাপতির 'যুদ্ধ' শুরু বাংলাজুড়ে!

Last Updated:

Bengal Bjp: পঞ্চায়েত ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, রবিবাসরীয় ভোট প্রচারে বঙ্গ বিজেপির যে তিনজন মুখকে সামনে রেখে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছে গেরুয়া শিবির সেই সুকান্ত- শুভেন্দু- দিলীপের মেগা কর্মসূচি। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর আজ জঙ্গলমহলে জোড়া পদযাত্রা রয়েছে।
পঞ্চায়েত ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি পৃথক পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু। পাশাপাশি বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে নন্দীগ্রামের প্রার্থীদের নিয়ে সভাও রয়েছে শুভেন্দুর। সবমিলিয়ে রবিবাসরীয় প্রচারে ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতার।
advertisement
advertisement
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে কাশীপুরে এক মেগা র‍্যালির নেতৃত্ব দেবেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা এ রাজ্যের পদ্ম সাংসদ দিলীপ ঘোষ নামখানা ব্লকের তিন তিনটি গ্রাম সভাতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
advertisement
তবে শুধু সুকান্ত- শুভেন্দু- দিলীপ ঘোষরাই নন, যেহেতু দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট তাই রাজ্যজুড়েই রবিবার থেকে প্রচারে ঝড় তুলতে দলের তরফে নির্দেশ জারি করা হয়েছে। দলের বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বের পাশাপাশি গেরুয়া শিবিরের এ রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদদেরও শাসক দলের দুর্নীতির অভিযোগের ইস্যু সহ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার অঙ্গীকার নিয়ে পথে নামার ডাক দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। নেতৃত্বকে সংখ্যালঘু এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি পালন করার কথাও বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলে বিজেপি সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: রবিবারের বিরাট প্ল্যান, বঙ্গ বিজেপির ৩ সেনাপতির 'যুদ্ধ' শুরু বাংলাজুড়ে!
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement