Titanic Tourist Submersible: মর্মান্তিক! টাইটানে অন্যের ছেড়ে দেওয়া সিটে বসে ছেলেকে নিয়ে তলিয়ে গেলেন ধনকুবের

Last Updated:

Titanic Tourist Submersible: টাইটান আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে জে-র মনে খানিক সঙ্কোচ ছিল। তাই শেষ মুহূর্তে তিনি সেই অভিযান থেকে নিজেকে সরিয়ে নেন।

অতলান্তিকের অতলে হারিয়ে গেল টাইটান। যে টাইটানিক দর্শনের জন্য এত ঘনঘটা, সেই জাহাজের মতোই করুণ পরিণতি ডুবোযানের। এই টাইটানেই সওয়ার হওয়ার কথা ছিল লাস ভেগাসের বিনিয়োগকারী জে ব্লুম এবং তাঁর ছেলের। বলা ভাল, ভাগ্যের জোরেই এক প্রকার প্রাণে বাঁচলেন তাঁরা।
ওশিয়ানগেটের (যে কোম্পানি ওই ডুবোযান তৈরি করে) সিইও স্টকটন রাশ বিগত এক বছর ধরে জে-কে টাইটানে সওয়ার হওয়ার জন্য রাজি করিয়েছিলেন। স্টকটনের কথায় খানিক প্রভাবিতও হয়েছিলেন তিনি। অতলান্তিকে গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী ছিলেন তাঁর ২০ বছরের ছেলেও। তবে শেষমেশ পিছিয়ে আসেন তাঁরা।
advertisement
advertisement
টাইটান আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে জে-র মনে খানিক সঙ্কোচ ছিল। তাই শেষ মুহূর্তে তিনি সেই অভিযান থেকে নিজেকে সরিয়ে নেন। সময়ের অভাবে অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। এর পরেই জে এবং তাঁর ছেলের জন্য সংরক্ষিত টিকিট পান পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ এবং সুলেমান দাউদ। টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েন তাঁরা।
advertisement
সপ্তাহ দুয়েক আগে এক পথ দুর্ঘটনায় কাছের বন্ধুকে হারান জে। তার পরেই যেন আরও সাবধানী হয়ে ওঠেন তিনি। যে সব জিনিসপত্র দিয়ে টাইটান তৈরি এবং চালানো হয়েছে, তা জে-র কাছে বিশেষ ঠিক বলে মনে হয়নি। যার ফলে শেষ পর্যন্ত টাইটানে সওয়ার হননি তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Titanic Tourist Submersible: মর্মান্তিক! টাইটানে অন্যের ছেড়ে দেওয়া সিটে বসে ছেলেকে নিয়ে তলিয়ে গেলেন ধনকুবের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement