Train Accident: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি

Last Updated:

Train Accident: ঠিক সেই সময়ই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা
বাঁকুড়া: ফের রেল দুর্ঘটনা। বাঁকুড়ার ওন্দা স্টেশনে মালগাড়ি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। ছিন্নভিন্ন হয়ে গেল ইঞ্জিন ও একাধিক বগি। আদ্রা খড়্গপুর শাখায় বন্ধ রেল চলাচল। ক্ষতিগ্রস্ত ওভারহেড লাইন ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম সহ সিগন্যালিং রুম। সূত্রের খবর, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি বহু সময় ধরে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল।
ঠিক সেই সময়ই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সূত্রের খবর, ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার সাতসকালে আঁতকে ওঠেন সকলে। দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে।
advertisement
অন্যদিকে এ ঘটনায় ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 12883 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাতিল। 58025 খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জার ও বাতিল। বিধ্বংসী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্কের রেশ না কাটতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ওড়িশায়৷ রায়গড় জেলার আমবাডোলা এলাকাতেই লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির ৪ টি ওয়াগন৷ এবার খাস বাঁকুড়ায় ঘটল মালগাড়ি দুর্ঘটনা।
advertisement
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement