'বিজেপির কাজ!' নিজের নিখোঁজ পোস্টার দেখে রেগে আগুন তৃণমূল কাউন্সিলার

Last Updated:

এর আগে বর্ধমান পুরসভার ৩নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলার চায়না কুমারী ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়েছিল।

#বর্ধমান: ফের নিখোঁজ পোস্টার। আবারও সরগরম বর্ধমানের রাজনীতি। এবার পোস্টার পড়েছে শাসক দলের কাউন্সিলারের নামে। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে বিজেপি এই পোস্টার দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই পোস্টার পড়েছে। এর সঙ্গে তাদের কোনও যোগ নেই।
জানা গিয়েছে, বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊমা সাঁই এর নামে নিখোঁজে পোস্টার পড়েছে বর্ধমান শহরে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কোর্ট কম্পাউন্ড এলাকায় 'ঊমা সাঁই নিখোঁজ' পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অনেকেই সেই পোস্টার দেখতে ভিড় করেন। রাতের অন্ধকারে ওই পোস্টার দেওয়া হয় বলে মনে করা হচ্ছে। সকালে স্থানীয় ব্যবসায়ীরা তা দেখতে পান।
advertisement
এর আগে বর্ধমান পুরসভার ৩নং ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলার চায়না কুমারী ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়েছিল।
advertisement
কাউন্সিলার ঊমা সাঁই এর দাবি, "এই পোস্টার বিরোধীদের চক্রান্ত। বিজেপি ও বিরোধীরা এই পোস্টার লাগিয়েছে। আমাকে ও আমার দলকে বদনাম করার জন্য এই কাজ করেছে তারা। আমি ওয়ার্ডের মানুষের পাশে আছি এবং তাদের হয়ে কাজও করি। এটা অপপ্রচার ছাড়া কিছু নয়।"
advertisement
নিখোঁজ পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, "পোস্টার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই নিখোঁজ পোস্টার পড়েছে।" পাশাপাশি তিনি আরও বলেন, "আরও অনেকের নামেই নিখোঁজ পোস্টার পড়বে। কারণ তৃণমূল নেতারা যেভাবে দুর্নীতি করেছে, আগামি দিনে তাঁরা লুকিয়ে পড়বেন। তাঁদের খুঁজে পাওয়া যাবে না।"
advertisement
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডুর দাবি করেন, "বিজেপি, সিপিএম যাদের পায়ের তলায় জমি নেই, তারাই এটা করছে। পোস্টার দিয়ে আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এটা বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছু নয়।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বিজেপির কাজ!' নিজের নিখোঁজ পোস্টার দেখে রেগে আগুন তৃণমূল কাউন্সিলার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement