মাথায় বন্দুক ঠেকিয়ে, লোহার রড দিয়ে বেদম মার, হাসপাতালে তৃণমূল নেতা

Last Updated:

আক্রান্ত নেতার দাবি, প্রাক্তন ব্লক সভাপতির কাছ থেকে তিনি ২০ হাজার টাকা পান। সেই টাকা চাইতে গেলে তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়।

হাসপাতালে আহত তৃণমূল নেতা
হাসপাতালে আহত তৃণমূল নেতা
#মালদহ: মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আক্রমণের অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, লোহার রড দিয়ে মারধর করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
আক্রান্ত তৃণমূল নেতা ভর্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওই এলাকার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। ঘটনা ঘিরে ফের একবার প্রকাশ্যে মালদহের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান একই সঙ্গে বর্তমান পঞ্চায়েত সদস্য মহঃ নাজিবুর রহমানকে রাতের অন্ধকারে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে় ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
advertisement
advertisement
আক্রান্তের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছেন হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি হজরত আলি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের দলবল। হরিশচন্দ্রপুরের বাংরুয়া গ্রামে উরুষ মেলা দেখে বাড়ি ফিরছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সেই সময় তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আক্রান্ত নেতার দাবি, প্রাক্তন ব্লক সভাপতির কাছ থেকে তিনি ২০ হাজার টাকা পান। সেই টাকা চাইতে গেলে তাঁকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। এমনকি মিথ্যে মামলাও করা হয়। শেষে গতরাতে তাঁর ওপর হামলা চালানো হয়।
advertisement
প্রধান পদ চলে যাওয়ার পর তাঁকে দৌলতনগর পঞ্চায়েতের তৃণমূল দলনেতার পদ দেওয়া হবে এই আশ্বাস দিয়ে প্রাক্তন ব্লক সভাপতি ওই টাকা নিয়েছিলেন বলে দাবি আক্রান্তের। হামলার সময় অভিযুক্ত নেতার দুই ছেলেও উপস্থিত ছিলেন বলেও দাবি।
advertisement
যদিও গোটা বিষয়টি অস্বীকার করে তৃণমূল প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলির পাল্টা দাবি, প্রাক্তন প্রধানের কাছে তিনি কোনওরকম টাকা নেননি। দলের পঞ্চায়েত সদস্য নাজিবুর রহমান পদ হারিয়ে তাঁকেই শারীরিক ভাবে আক্রমণ করেছিলেন। এনিয়ে তিনি আগেই মামলা করেছেন বলেও জানান।
আরও পড়ুন,  সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানি! আপাতত স্বস্তিতে রাজ্য সরকার...
advertisement
এদিকে পঞ্চায়েত ভোটের আগে দলের গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। দলের অভ্যন্তরে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে বলে জানান তৃণমূল ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাথায় বন্দুক ঠেকিয়ে, লোহার রড দিয়ে বেদম মার, হাসপাতালে তৃণমূল নেতা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement