Howrah News: মা তো মা-ই হয়! হারানো সন্তানকে ফিরে পেয়ে যা করল বনবিড়াল, দেখুন মন ভাল করা ভিডিও

Last Updated:

পরিবেশ কর্মীদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এক হল বনবিড়াল ও তার ছানা।

+
১২

১২ ঘন্টা পর মায়ের কাছে ফিরল বনবিড়াল ছানা

হাওড়া: দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা পর মায়ের কাছে ফেরান সম্ভব হল বন বিড়াল ছানা! ভোরবেলা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট বনবিড়াল। সারাদিন ধরে পরিবেশ কর্মীদের চেষ্টার পর অবশেষে সন্ধ্যায় মায়ের কাছে ফিরল ছোট্ট ছানাটি। বাগনান বাঙালপুর ভগবান সেবা সংঘের সদস্যরা ভোরবেলা দেখতে পান ক্লাবের সামনে একটা ছোট বিড়াল ছানা ঘুরছে। দুধের সেই ছানাটি ঘিরে কুকুরের দল। ছানাটি অসহায়তা বুঝে ক্লাব সদস্য শুভেন্দু দাস ছানা’টি উদ্ধার করে নিয়ে বাড়িতে আসে। তখনও তিনি বুঝতে পারেননি যে এটি বনবিড়াল ছানা। সাধারণ গৃহপালিত বিড়াল ছানা ভেবেই তুলে নিয়ে এসেছিল। ছানা’টি উদ্ধারের পর, শুভেন্দু দাস যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে। ছানাটি নিরাপদ রাখার পরামর্শ দেন।
কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও ইমন ধাড়া এলাকায় পৌঁছায় এবং ছানাটিকে মায়ের কাছে ফেরানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁরা এলাকার বাসিন্দা মুক্ত মান্নার বাড়িতে একটি জ্বালানির স্তুপে বন বিড়াল থাকার প্রমাণ পান। কিন্তু দিনের বেলা এই কাজ সম্ভব নয় এবং এলাকার মানুষের সাহায্য প্রয়োজন। সন্ধ্যা নামার পর এলাকার মানুষ চুপচাপ ছিলেন এবং সবাই সহযোগিতা করেন। চিত্রক, সুমন্ত ও ইমন ছানাটিকে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘন্টাখানেক পর অবশেষে মা বনবিড়াল আসে এবং ছানা টিকে নিয়ে আবার জঙ্গলে ফিরে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছরের শুরুতে জানুয়ারি মাসেও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক, সুমন্ত, ইমন ও রঘুনাথ মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটো বাঘরোল ছানাকেও প্রায় ছয় ঘন্টার চেষ্টায় তাদের মায়ের কাছে পুনরায় ফিরিয়ে দেয়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, সুস্থ বন্যপ্রাণীকে এলাকা থেকে দূরে সরানো পরিবেশের পক্ষে ক্ষতিকর। যেকোনো বন্যপ্রাণকে তাদের নিজের এলাকায় রাখলে তবেই এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক থাকবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মা তো মা-ই হয়! হারানো সন্তানকে ফিরে পেয়ে যা করল বনবিড়াল, দেখুন মন ভাল করা ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement