Accident : উচ্চমাধ্যমিক দিয়ে ফেরার পথেই অঘটন! লরির ধাক্কায় মৃত্যু এক ছাত্রের, আহত এক
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Accident : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল দুই পড়ুয়া। আর তখনই পথদুর্ঘটনায় মৃত্যু এক জনের।
#দক্ষিণ ২৪ পরগনা: জীবনের অন্যতম বড় পরীক্ষা দিতে গিয়েই ঘটে গেল অঘটন। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল দুই পড়ুয়া। আর তখনই পথদুর্ঘটনায় মৃত্যু এক জনের। অন্যজন গুরুতর আহত। ঘটনা মহেশতলা ডাকঘর অটো স্ট্যান্ডের এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইক নিয়ে ফিরছিল মহেশতলা বয়েজ স্কুলের দুই ছাত্র শাহিদ হালদার ও শেখ ইরফান।
ঠিক সেই সময়েই ডাকঘর অটো স্ট্যান্ডের কাছে পিছন দিক থেকে একটি দশ চাকার মালবাহী ট্রাক দ্রুত এসে ধাক্কা মারে তাদের। এর পর রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় পড়ুয়া। শাহিদ হালদার নামে ওই পড়ুয়ার পেটের উপর দিয়ে চলে যায় ওই দশ চাকার ট্রাক।
advertisement
advertisement
এর পরে সঙ্গে সঙ্গে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় শাহিদকে। চিকিৎসকরা ১৭ বছরের ছাত্র শাহিদকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। অন্যজন অর্থাৎ শেখ ইরফানও চোট পেয়েছে গুরুতর। তার অবস্থাও বেশ সঙ্কটজনক বলে জানা যাচ্ছে।
advertisement
ঘটনা ঘটার পর ব্যাপক যানজট সৃষ্টি হয় ডাকঘর ময়নাগড় রোডে। ঘাতক গাড়িটি সহ চালক এবং বাইকটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাকঘর ময়নাগড় রোডের কাজ এর জন্য রাস্তার উপরে যে জেসিবি গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়ি থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2022 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident : উচ্চমাধ্যমিক দিয়ে ফেরার পথেই অঘটন! লরির ধাক্কায় মৃত্যু এক ছাত্রের, আহত এক