Hooghly News: ঘোড়ায় চেপে ছবি তুলতে গিয়েই সব শেষ! মর্মান্তিক পরিণতি হুগলির পর্যটকের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News:কাশ্মীর বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ। বছর ৬১ বয়সি এই ব্যক্তি হুগলির দাতপুর থানার মাকালপুর পঞ্চায়েতের বাসিন্দা।
হুগলি: কাশ্মীর বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ। বছর ৬১ বয়সি এই ব্যক্তি হুগলির দাতপুর থানার মাকালপুর পঞ্চায়েতের বাসিন্দা। ঘোড়ায় চেপে ঝর্ণার ধারে ছবি তোলার সময় হঠাৎই ঘোড়া থেকে গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বীজ ব্যবসায়ী ছিলেন দেবব্রত ঘোষ। বিভিন্ন শস্য বীজ বিক্রির দোকান রয়েছে শিবাইচন্ডী স্টেশনের কাছে। বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীর ঘুরতে যান গত রবিবার। গতকাল পহেলগাঁও-এ মনোরম দৃশ্য মোবাইল বন্দি করছিলেন।
আরও পড়ুন: পুজোর সময়েই তুঙ্গে বৃহস্পতি! ৫ রাশির দরজায় ভাল সময়, হাতে ‘কুবেরের ধন’, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে
advertisement
advertisement
তারপরে ঘোড়ার উপরে উঠে বসে ঝর্ণার সামনে তার একটি ছবি তুলে দিতে বলেন ঘোড়া সাওয়ারিকে। সেই সময় অন্যমনস্কভাবে ঘোড়ার পিঠ থেকে সোজা পড়ে যান ঝর্ণার মধ্যে। প্রায় ৬০ ফুট নিচে পাথরে ধাক্কা খেয়ে তিনি পড়েন। তার মাথায় চোট লাগে। তার সঙ্গীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
ব্যবসায়ীর পরিবারে বৃদ্ধ বাবা-মা স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন।পোলবা-দাদপুর ব্লক প্রশাসন থেকে শুক্রবার সন্ধ্যায় একটি মেইল করা হয় মাকালপুর গ্রাম পঞ্চায়েতকে। মৃতের পরিবারের পাশে থাকার জন্য। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে কফিন বন্ধি মৃতদেহ এসে পৌঁছায় তাঁর বাড়িতে।
advertisement
আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
প্রধান অঞ্জন সিংহ রায় বলেন, মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার জন্য প্রশাসনিকভাবে যা প্রয়োজন করা হচ্ছে। এলাকায় খুবই পরিচিত ব্যবসায়ী দেবব্রত ঘোষ।মাঝেমধ্যে বেড়াতে যেতেন। ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের সঙ্গেও তার ভাল যোগাযোগ ছিল। বেড়াতে গিয়ে তাঁর দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত গ্রামবাসীরা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ঘোড়ায় চেপে ছবি তুলতে গিয়েই সব শেষ! মর্মান্তিক পরিণতি হুগলির পর্যটকের

