স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ... সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভোরবেলা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্বামী স্ত্রী। সেই সময় অপরাধীরা রেল ব্রিজের নীচে বসে জুয়া খেলছিল।
রঞ্জিত সরকার, নদিয়া: স্বামীকে আটকে রেখে স্ত্রীর উপর চলেছিল গনধর্ষণ। এবার নদিয়ার কল্যাণীতে গণধর্ষণে ৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল এডিজে আদালত। শুক্রবার সাজা ঘোষণা।
সূত্রের খবর, দোষীদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপারা এলাকায়। নদিয়ার কল্যাণী থানার কল্যাণী – বারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রীজের নিচে এক বিবাহিতা তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে ২০২৪ সালের ৩০ অক্টোবর। স্বামীকে আটকে রেখে চলে এই অত্যাচার। ভোরবেলা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্বামী স্ত্রী। সেই সময় অপরাধীরা রেল ব্রিজের নীচে বসে জুয়া খেলছিল। কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় ৮ জন। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। ট্রায়ালের ৭ মাসের মধ্যে আজ দোষী সাব্যস্ত করল কল্যাণী এডিজে আদালত।
advertisement
আরও পড়ুন: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও
গতবছরের এই নক্কারজনক ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। উঠেছিল চরম শাস্তির দাবিও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ... সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত