Viral Video: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: এই ঘটনা প্রকাশ্যে আসে একটি গোপনে তোলা ভিডিও-র মাধ্যমে। চাঞ্চল্যকর এই ভিডিও পরিবারের একজন সদস্য তাঁর মোবাইল ফোনে সন্দেহের বশে রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে।
বিজনোর: এ কী কাণ্ড! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা! এমনই ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে।
খবর অনুযায়ী, প্রায় এক দশক ধরে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করা গৃহকর্মী সমন্ত্রা-র বিরুদ্ধে এক অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানানো হয়েছে, ওই পরিচারিকা রান্নাঘরে পরিবারের ব্যবহৃত বাসনপত্রে প্রস্রাব করেছেন।
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসে একটি গোপনে তোলা ভিডিও-র মাধ্যমে। চাঞ্চল্যকর এই ভিডিও পরিবারের একজন সদস্য তাঁর মোবাইল ফোনে সন্দেহের বশে রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।
advertisement
advertisement
advertisement
বিকেলের দিকে যখন মহিলা কাজে বাড়ি ফিরে আসে, তখন রান্নাঘরে বাসনপত্র ধুতে শুরু করে। ক্যামেরায় যে দৃশ্যগুলো উঠে আসে তা দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল, মহিলা প্রথমে একটি গ্লাসে প্রস্রাব করেন, এরপর রান্নাঘরে রাখা অন্যান্য পাত্রে প্রস্রাব ছিটিয়ে দেয়। এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।
advertisement
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে এককালীন ও মাসে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, দু’দিনে কত আবেদন জমা পড়ল?
সন্ধেয় ওই মহিলা আবার কাজে ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থলেই ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, মহিলা তার ভুল স্বীকার করেছেন, কিন্তু কেন তিনি এটি করেছেন সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 7:51 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও