Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই কচুরিপানা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Low Investment Business Ideas: পুকুরের অবহেলিত কচুরিপানা এখন কোটি টাকার ব্যবসা! জৈব সার, জৈব জ্বালানি এবং ফাইবার ব্যাগের মতো বাণিজ্যিক উপকরণ তৈরিতে এর ব্যবহার বাড়ছে
advertisement
advertisement
ইতিমধ্যে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ইউনিটে কচুরিপানার ব্যবহার করে কেঁচো সার অর্থাৎ জৈব সার তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান বিবেকানন্দ মণ্ডল জানান, "কচুরিপানার ব্যবহার বর্তমানে অনেক ক্ষেত্রেই বেড়েছে। এই কচুরিপানা থেকে শুধু জৈব সার নয় জৈব জ্বালানি তৈরির ক্ষেত্রেও ব্যবহার বেড়েছে।"
advertisement
advertisement
অবহেলিত এই উদ্ভিদের জৈবিক পদ্ধতির ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তবে বর্তমান জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠছে শিল্পক্ষেত্রে। কচুরিপানার ব্যবহারের এমন বিকল্প পদ্ধতি আগামীতে বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ বাড়াবে চাষ ক্ষেত্রেও বলে অভিমত উদ্ভিদ বিদদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
