Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই কচুরিপানা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!

Last Updated:
Low Investment Business Ideas: পুকুরের অবহেলিত কচুরিপানা এখন কোটি টাকার ব্যবসা! জৈব সার, জৈব জ্বালানি এবং ফাইবার ব্যাগের মতো বাণিজ্যিক উপকরণ তৈরিতে এর ব্যবহার বাড়ছে
1/5
জলাশয় এবং পুকুরে জন্মানো আগাছা এই উদ্ভিদকে অবহেলা করে থাকেন অনেকে। তবে এর সঠিক ব্যবহার জানলে অর্থ উপার্জন করা যায় সহজে। এই উদ্ভিদ কে সাধারণত বাংলায় বলা হয় কচুরিপানা। মূলত জলাশয় এবং পুকুরে বংশবিস্তার করে থাকে এই কচুরিপানা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জলাশয় এবং পুকুরে জন্মানো আগাছা এই উদ্ভিদকে অবহেলা করে থাকেন অনেকে। তবে এর সঠিক ব্যবহার জানলে অর্থ উপার্জন করা যায় সহজে। এই উদ্ভিদ কে সাধারণত বাংলায় বলা হয় কচুরিপানা। মূলত জলাশয় এবং পুকুরে বংশবিস্তার করে থাকে এই কচুরিপানা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এই কচুরিপানা থেকে তৈরি করা হয়ে থাকে একাধিক বাণিজ্যিক উপকরণ। মূলত কেঁচো সার বা জৈব সার তৈরির ক্ষেত্রে এর অন্যতম ভূমিকা দেখা দেয়। এই উদ্ভিদের পাতা এবং কাণ্ড দিয়ে কেঁচো সার প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।
এই কচুরিপানা থেকে তৈরি করা হয়ে থাকে একাধিক বাণিজ্যিক উপকরণ। মূলত কেঁচো সার বা জৈব সার তৈরির ক্ষেত্রে এর অন্যতম ভূমিকা দেখা দেয়। এই উদ্ভিদের পাতা এবং কাণ্ড দিয়ে কেঁচো সার প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।
advertisement
3/5
ইতিমধ্যে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ইউনিটে কচুরিপানার ব্যবহার করে কেঁচো সার অর্থাৎ জৈব সার তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান বিবেকানন্দ মণ্ডল জানান,
ইতিমধ্যে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ইউনিটে কচুরিপানার ব্যবহার করে কেঁচো সার অর্থাৎ জৈব সার তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান বিবেকানন্দ মণ্ডল জানান, "কচুরিপানার ব্যবহার বর্তমানে অনেক ক্ষেত্রেই বেড়েছে। এই কচুরিপানা থেকে শুধু জৈব সার নয় জৈব জ্বালানি তৈরির ক্ষেত্রেও ব্যবহার বেড়েছে।"
advertisement
4/5
পাশাপাশি তন্তুজ শিল্পেও এই কচুরিপানার ব্যবহার দেখা দিচ্ছে। যেমন ফাইবারের ক্যারি ব্যাগ, কাপড় ইত্যাদি তৈরির ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। শুধু তাই নয় এই কচুরিপানা জীব বৈচিত্র্য কে রক্ষা করে এবং পুকুর বা জলাশয় কে পরিষ্কার এবং জলকে পরিশ্রুত রাখতে অনেকটাই সাহায্যকারী হয়।
পাশাপাশি তন্তুজ শিল্পেও এই কচুরিপানার ব্যবহার দেখা দিচ্ছে। যেমন ফাইবারের ক্যারি ব্যাগ, কাপড় ইত্যাদি তৈরির ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। শুধু তাই নয় এই কচুরিপানা জীব বৈচিত্র্য কে রক্ষা করে এবং পুকুর বা জলাশয় কে পরিষ্কার এবং জলকে পরিশ্রুত রাখতে অনেকটাই সাহায্যকারী হয়।
advertisement
5/5
অবহেলিত এই উদ্ভিদের জৈবিক পদ্ধতির ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তবে বর্তমান জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠছে শিল্পক্ষেত্রে। কচুরিপানার ব্যবহারের এমন বিকল্প পদ্ধতি আগামীতে বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ বাড়াবে চাষ ক্ষেত্রেও বলে অভিমত উদ্ভিদ বিদদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
অবহেলিত এই উদ্ভিদের জৈবিক পদ্ধতির ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তবে বর্তমান জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠছে শিল্পক্ষেত্রে। কচুরিপানার ব্যবহারের এমন বিকল্প পদ্ধতি আগামীতে বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ বাড়াবে চাষ ক্ষেত্রেও বলে অভিমত উদ্ভিদ বিদদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement