সর্দি-কাশির চিকিৎসা হচ্ছিল! বাবা-মা জানতেই পারেনি কী ঘটেছে ছেলের সঙ্গে, যে ভয়ানক কাণ্ড সামনে এল...

Last Updated:

Snake Bite: পরিবার জানতেই পারেনি তাঁদের শিশুর সঙ্গে ঘটে গিয়েছে এরকম ভয়ানক কাণ্ড, যখন জানা গেল ততক্ষণে পেরিয়েছে অনেকটা সময়। সময় মতো অসুস্থতার কারণ চিহ্নিত না হওয়ায় মর্মান্তিক পরিণতি বছর পাঁচেকের শিশুর।

হাসপাতালের ছবি
হাসপাতালের ছবি
বর্ধমান: পরিবার জানতেই পারেনি তাঁদের শিশুর সঙ্গে ঘটে গিয়েছে এরকম ভয়ানক কাণ্ড, যখন জানা গেল ততক্ষণে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, সময় মতো অসুস্থতার কারণ চিহ্নিত না হওয়ায় মর্মান্তিক পরিণতি বছর পাঁচেকের শিশুর! গত বেশ কয়েকদিন ধরেই শিশুর সর্দি-কাশি-জ্বরের চিকিৎসা চলছিল। পরিবার জানতেই পারেনি তাকে সাপে কামড়েছে।
পরিবারের দাবি, মুর্শিদাবাদের বড়োঞা থানার পানুটিয়া গ্রামের বাসিন্দা গোপাল ভল্লার বছর পাঁচেকের শিশু বিষ্ণু ভল্লা বেশ কয়েকদিন ‌যাবৎ সর্দি জ্বরে ভুগছিল। হঠাৎ  অসুস্থতা বোধ করায় গত ৩-৪ দিন আগে শিশুটিকে সাঁইথিয়ার একজন চিকিৎসককের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ঠান্ডা লেগে জ্বর এসেছে বলে জানিয়ে কিছু ওষুধ দেন। এরপরেও দু-একদিন কেটে‌ যায়, কিন্তু তাতেও শিশুর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ কাঁঠাল খেয়ে গাড়ি চালালে হতে পারে জেল! হিড়হিড় করে টেনে নিয়ে যাবে পুলিশ! ৯৯% মানুষই কারণ জানেন না, আপনি বলুন তো?
অভিযোগ, সেখানে চিকিৎসা শুরু হলেও শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। বর্ধমান হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা পর চিকিৎসকরা বুঝতে পারেন শিশুটিকে সাপে কামড়েছে। এরপর তড়িঘড়ি চিকিৎসকরা চিকিৎসা শুরু করলেও অনেকটা দেরী হয়ে যাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি। সামান্য অসাবধানতার কারণে প্রাণ গেল ছোট্ট শিশুটির। অনেক সময় বিষধর কামড়ালে বোঝা ‌যায় না। বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বাড়ে, বড়রা সচেতন থাকলেও ছোটরা বুঝতে পারে না। সেক্ষেত্রে বাবা মাকেই এ বিষয়ে সাবধান হতে হবে।
advertisement
advertisement
সায়নী সরকার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সর্দি-কাশির চিকিৎসা হচ্ছিল! বাবা-মা জানতেই পারেনি কী ঘটেছে ছেলের সঙ্গে, যে ভয়ানক কাণ্ড সামনে এল...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement