Vaibhav Suryavanshi: ২১১ বলে ৪৪৬ রান, ৪৪টি ছক্কা, বৈভব সূর্যবংশীর রেকর্ড, আতঙ্কে প্রতিপক্ষ বোলারা

Last Updated:
Vaibhav Suryavanshi: এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর সেমিফাইনালকে ঘিরে শুক্রবার সবার নজর থাকবে ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে।
1/6
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর সেমিফাইনালকে ঘিরে শুক্রবার সবার নজর থাকবে ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে। প্রথম ম্যাচে তার তুফানি ইনিংস দলের জন্য যে আত্মবিশ্বাস এনে দিয়েছিল, সেটিই আজ আবার দরকার ভারতের। মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক যুব মঞ্চে এমন প্রভাব বিস্তার করা বিরল, আর সেই কারণেই বাংলাদেশ ম্যাচে বৈভবকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর সেমিফাইনালকে ঘিরে শুক্রবার সবার নজর থাকবে ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে। প্রথম ম্যাচে তার তুফানি ইনিংস দলের জন্য যে আত্মবিশ্বাস এনে দিয়েছিল, সেটিই আজ আবার দরকার ভারতের। মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক যুব মঞ্চে এমন প্রভাব বিস্তার করা বিরল, আর সেই কারণেই বাংলাদেশ ম্যাচে বৈভবকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
advertisement
2/6
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ-এ দল। গত দুটি ম্যাচে বড় রান করতে না পারার জন্য বৈভবের মধ্যে খানিক আক্ষেপ থাকলেও আজকের নকআউট ম্যাচে নতুনভাবে শুরু করতে চান তিনি। পাকিস্তান ও ওমানের বিরুদ্ধে ব্যর্থতার পর এই ম্যাচই তার কাছে ফের ছন্দে ফিরে আসার সুযোগ। ভারতীয় সমর্থকরাও তাই নজর রেখেছেন তার ব্যাটে, কারণ বৈভবের রান মূলত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ-এ দল। গত দুটি ম্যাচে বড় রান করতে না পারার জন্য বৈভবের মধ্যে খানিক আক্ষেপ থাকলেও আজকের নকআউট ম্যাচে নতুনভাবে শুরু করতে চান তিনি। পাকিস্তান ও ওমানের বিরুদ্ধে ব্যর্থতার পর এই ম্যাচই তার কাছে ফের ছন্দে ফিরে আসার সুযোগ। ভারতীয় সমর্থকরাও তাই নজর রেখেছেন তার ব্যাটে, কারণ বৈভবের রান মূলত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
advertisement
3/6
প্রথম ম্যাচেই বৈভব দেখিয়েছিলেন তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। ইউএই-এর বিরুদ্ধে তিনি মাত্র ৩২ বলে শতরান পূর্ণ করেন এবং ১১টি চার ও ১৫টি ছক্কায় ৪২ বলে ১৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৪২, যা প্রতিপক্ষকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল। এই ইনিংসই প্রমাণ করেছে, সুযোগ পেলে বৈভব একাই ম্যাচের চেহারা বদলে দিতে সক্ষম।
প্রথম ম্যাচেই বৈভব দেখিয়েছিলেন তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। ইউএই-এর বিরুদ্ধে তিনি মাত্র ৩২ বলে শতরান পূর্ণ করেন এবং ১১টি চার ও ১৫টি ছক্কায় ৪২ বলে ১৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৪২, যা প্রতিপক্ষকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল। এই ইনিংসই প্রমাণ করেছে, সুযোগ পেলে বৈভব একাই ম্যাচের চেহারা বদলে দিতে সক্ষম।
advertisement
4/6
যদিও পাকিস্তানের বিরুদ্ধে ৪৫ এবং ওমানের বিরুদ্ধে মাত্র ১২ রান করে তিনি নিজের সেরা ছন্দ বজায় রাখতে পারেননি, তবে তার সামগ্রিক টি–২০ পরিসংখ্যান দারুণ। মাত্র ১১ ম্যাচে ৪৪টি ছক্কা ও ৩৬টি চার মারার দক্ষতা তার আছে। ২১১ বল মোকাবিলা করে ৪৬৬ রান করা এবং ২২০.৮৫ স্ট্রাইক রেট—এই সংখ্যাগুলোই বলে দেয় তার ব্যাটিং কতটা ঝড়ো।
যদিও পাকিস্তানের বিরুদ্ধে ৪৫ এবং ওমানের বিরুদ্ধে মাত্র ১২ রান করে তিনি নিজের সেরা ছন্দ বজায় রাখতে পারেননি, তবে তার সামগ্রিক টি–২০ পরিসংখ্যান দারুণ। মাত্র ১১ ম্যাচে ৪৪টি ছক্কা ও ৩৬টি চার মারার দক্ষতা তার আছে। ২১১ বল মোকাবিলা করে ৪৬৬ রান করা এবং ২২০.৮৫ স্ট্রাইক রেট—এই সংখ্যাগুলোই বলে দেয় তার ব্যাটিং কতটা ঝড়ো।
advertisement
5/6
এশিয়া কাপ রাইজিং স্টারসে ইউএই-এর বিরুদ্ধে সেঞ্চুরি করে বৈভব বিশ্বরেকর্ডও গড়েছেন। তিনি হয়ে গেছেন টি–২০ ক্রিকেটে সবচেয়ে কমবয়সী দুই সেঞ্চুরির মালিক। ফ্রান্সের গুস্তাভ ম্যাককন যেখানে ১৮ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেখানে বৈভব মাত্র ১৪ বছর ২৩২ দিনেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে নতুন পরিচয় দিয়েছে।
এশিয়া কাপ রাইজিং স্টারসে ইউএই-এর বিরুদ্ধে সেঞ্চুরি করে বৈভব বিশ্বরেকর্ডও গড়েছেন। তিনি হয়ে গেছেন টি–২০ ক্রিকেটে সবচেয়ে কমবয়সী দুই সেঞ্চুরির মালিক। ফ্রান্সের গুস্তাভ ম্যাককন যেখানে ১৮ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেখানে বৈভব মাত্র ১৪ বছর ২৩২ দিনেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে নতুন পরিচয় দিয়েছে।
advertisement
6/6
আজকের সেমিফাইনাল তাই বৈভব সূর্যবংশীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্যও। তার ব্যাট যদি আজ কথা বলে, তবে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে জয় পাবে ভারত, এমন বিশ্বাস অনেকের। তরুণ এই প্রতিভা আবারও নিজের সক্ষমতা প্রমাণ করতে পারেন কি না—এটাই এখন বড় প্রশ্ন।
আজকের সেমিফাইনাল তাই বৈভব সূর্যবংশীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্যও। তার ব্যাট যদি আজ কথা বলে, তবে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে জয় পাবে ভারত, এমন বিশ্বাস অনেকের। তরুণ এই প্রতিভা আবারও নিজের সক্ষমতা প্রমাণ করতে পারেন কি না—এটাই এখন বড় প্রশ্ন।
advertisement
advertisement
advertisement