Siliguri News: ১৪ বছরের তিন বান্ধবী একসঙ্গে উধাও, জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ! শিলিগুড়িতে তোলপাড়, খুঁজছে পুলিশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
Last Updated:
Siliguri Students Missing: শিলিগুড়ি শহরের ৪৭ নম্বর ওয়ার্ডে একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি শহরের ৪৭ নম্বর ওয়ার্ডে একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলির।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ তিন কিশোরীর প্রত্যেকের বয়স ১৪ বছর। তাঁদের মধ্যে দুইজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন অষ্টম শ্রেণীতে পড়ে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর দিন গড়িয়ে গেলেও তারা আর ফেরেনি।
আরও পড়ুন : ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা
নিখোঁজ তিন নাবালিকা হল, দীপা রায়, মনিকা সরকার ও প্রিয়াঙ্কা শীল। তিনজনই একই এলাকার বাসিন্দা। কিশোরীদের খোঁজ না পেয়ে প্রধাননগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পাচার চক্রের খপ্পরে পড়েছে কিনা সেই আশঙ্কায় চরম দুশ্চিন্তায় ভুগছেন পরিবারগুলি। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই, এলাকাজুড়ে শুরু হয়েছে খোঁজাখুঁজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিখোঁজ কিশোরীদের সন্ধান না মেলায় শিলিগুড়ি শহরে উদ্বেগ বাড়ছে। পরিবারের একমাত্র অপেক্ষা, শীঘ্রই সুস্থ ও নিরাপদে ঘরে ফিরে আসুক তিন কিশোরী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Nov 21, 2025 1:49 PM IST







