Bankura News: ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bankura Fire: বাঁকুড়ার ঘুটগোড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন, পুড়ে ছাই হয়ে গেল সব।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী : ভয়াভয় অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেল একটি কারখানার অফিস ঘর। জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগোড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে। তার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে অফিসটি। এই অগ্নিকাণ্ডের জেরে বড় শ্রয়শ্রতির অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে, লালওয়ানি ফেরো অ্যালয় লিমিটেড কারখানার অফিস ঘরে হঠাৎ করে আগুন লাগে। বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় কর্মীদের। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে বড়জোড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন : ব্রিটিশ ডাক্তার সোনামুখীতে জমিয়ে করেছেন ব্যবসা! আজও রয়েছে চিক সাহেবের বাড়ি, ইতিহাস অনেকের অজানা
ঘন্টাখানেকের চেষ্টায় কারখানার অফিসের সেই বিধ্বংসী আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে আগুন লাগার ফলে অফিস ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু বড় বিপদ থেকে অনেকেই রক্ষা পেয়েছেন। এই আগুনে প্রাণহানির মতো কোনও ঘটনা সামনে আসেনি। যদিও কী কারণে বা কোথা থেকে এই আগুন লাগল, তা জানা যায়নি। ইতিমধ্যে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : যক্ষ্মা রোগ নির্ণয় হবে আরও সহজ, উন্নত প্রযুক্তির মেশিন বসল পাঁশকুড়া হাসপাতালে! একসঙ্গে চার রিপোর্ট
আগুন লাগার সাম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ফলে অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ঘটনার জেরে কর্মীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। সঠিক সময়ে আগুন নজরে না এলে আরও বড় বিপদ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সবমিলিয়ে এই আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
November 21, 2025 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা

