Bankura News: ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Bankura Fire: বাঁকুড়ার ঘুটগোড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন, পুড়ে ছাই হয়ে গেল সব।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী : ভয়াভয় অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেল একটি কারখানার অফিস ঘর। জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগোড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে। তার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে অফিসটি। এই অগ্নিকাণ্ডের জেরে বড় শ্রয়শ্রতির অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে, লালওয়ানি ফেরো অ্যালয় লিমিটেড কারখানার অফিস ঘরে হঠাৎ করে আগুন লাগে। বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় কর্মীদের। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে বড়জোড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন : ব্রিটিশ ডাক্তার সোনামুখীতে জমিয়ে করেছেন ব্যবসা! আজও রয়েছে চিক সাহেবের বাড়ি, ইতিহাস অনেকের অজানা
ঘন্টাখানেকের চেষ্টায় কারখানার অফিসের সেই বিধ্বংসী আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে আগুন লাগার ফলে অফিস ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু বড় বিপদ থেকে অনেকেই রক্ষা পেয়েছেন। এই আগুনে প্রাণহানির মতো কোনও ঘটনা সামনে আসেনি। যদিও কী কারণে বা কোথা থেকে এই আগুন লাগল, তা জানা যায়নি। ইতিমধ্যে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
আগুন লাগার সাম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ফলে অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ঘটনার জেরে কর্মীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। সঠিক সময়ে আগুন নজরে না এলে আরও বড় বিপদ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সবমিলিয়ে এই আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ঘুটগোড়িয়ায় কারখানার অফিস পুড়ে ছাই, নষ্ট বহু গুরুত্বপূর্ণ নথি! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement