Birbhum News: ধূপের আগুনে মুহূর্তে ভস্মীভূত রবীন্দ্রপল্লীর বাড়ি! দমকলের তৎপরতা সত্ত্বেও সব পুড়ে ছাই, সিউড়িতে হাহাকার

Last Updated:

Birbhum Fire: একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র।

সিউড়ির রবীন্দ্রপল্লিতে ভয়াবহ আগুন
সিউড়ির রবীন্দ্রপল্লিতে ভয়াবহ আগুন
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি থানার রবীন্দ্রপল্লীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র।
বাড়ির মালিক অঞ্জলি দাস জানান, সন্ধ্যা দেওয়ার সময় জ্বালানো ধূপকাঠি থেকেই আগুন লেগে থাকতে পারে। তিনি বলেন, “ধূপকাঠি জ্বালিয়েছিল ভাইয়ের মেয়েটা। আমরা তখন বাড়িতে ছিলাম না। পরে এসে দেখি সব পুড়ে ছাই।” অগ্নিকাণ্ডে টিভি, ফ্যান, লাইট, কাপড়চোপড়, কাগজপত্র, বাক্সের ভিতরের জিনিস সবই ধ্বংস হয়ে গিয়েছে।
advertisement
advertisement
অঞ্জলি দাসের কথায়, “আমি ধার দেনা করে ঘর করেছি। এখন কিছুই নেই। শুধু গায়ে যে শাড়িটা আছে, সেটুকুই রইল।” অঞ্জলির ননদ উর্মিলা দাসও ঘটনার পর বলেন, “আমার মেয়েই সন্ধ্যা দিয়েছিল। জানা যাচ্ছে ধূপকাঠিতেই আগুন লেগেছে। ঘরের সমস্ত জিনিস কাপড়, চৌকি, টিভি, বাসন, বইখাতা কিছুই অবশিষ্ট নেই। টিনের চালা পর্যন্ত পুড়ে গেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী এবং সিউড়ি থানার পুলিশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের ভেতর থাকা সমস্ত জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ যাচাই করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে সাহায্যের ব্যবস্থা করা হোক। প্রশাসনিক সাহায্য পেলে হতদরিদ্র পরিবারটি অন্ততপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ধূপের আগুনে মুহূর্তে ভস্মীভূত রবীন্দ্রপল্লীর বাড়ি! দমকলের তৎপরতা সত্ত্বেও সব পুড়ে ছাই, সিউড়িতে হাহাকার
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement