Jamai Babu News: তিন জামাইয়ের কাণ্ডে শোরগোল বর্ধমানে! রাস্তায় শুরু হইচই, যা ঘটল চোখ ছানাবড়া

Last Updated:

জামাইষষ্ঠীর দিনে পূর্ব বর্ধমানে ঘটে গেল এক মজার ঘটনা। এই ঘটনার বিস্তারিত জানলে হাসি পাবে সকলেরই।

জামাই 
জামাই 
পূর্ব বর্ধমান: জামাইষষ্ঠীর দিনে পূর্ব বর্ধমানে ঘটে গেল এক মজার ঘটনা। এই ঘটনার বিস্তারিত জানলে হাসি পাবে সকলেরই। জামাইষষ্ঠীর দিনে ভাড়ায় পাওয়া গেল জামাই। হ্যাঁ ঠিকই পড়ছেন একদম। চকচকে ধুতি, পাঞ্জাবি, চশমা পরে রাস্তায় দেখা গেল তিন জামাইকে। তাদের হাতে আবার ছিল মাছ এবং দইয়ের হাঁড়ি। সেই দইয়ের হাঁড়ি এবং মাছ হাতে করে তিন যুবককে বলতে শোনা যায় “জামাই ভাড়া লাগবে, জামাই?”
ঠিক এভাবেই জামাইষষ্ঠীর দিনে পূর্ব বর্ধমানের গুসকরা শহরে ঘুরতে দেখা গেল তিন যুবককে। জামাই সেজে তাঁরা অনেকের সঙ্গে যেতেও চাইলেন। তবে কেউ তাদের জামাই হিসেবে রিজেক্ট করলেন, আবার কেউ কেউ কিছু শর্ত রেখে সঙ্গে নিয়েও যেতে চাইলেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
তবে এই জামাইদের কোনও দাবি দাওয়া ছিল না। তাদের চাহিদা একটাই, শুধু পেট পুরে খাওয়ালেই হবে। খাসির মাংস, ইলিশ, কই না থাকলেও নেই কোনও অসুবিধা। তিন জামাই বললেন তারা ডিম ভাতেই খুশি।
সুরজিত পাত্র, রণ সাঁতরা, সোমনাথ পালিত এই তিনজনেই জামাই সেজেছিলেন। কালো, ফর্সা, মোটা। পছন্দ মত জামাই বেছে নিতে পারবেন শাশুড়িরা। হাতে টোপর নিয়ে বাস, টোটো, সব জায়গায় শ্বশুরবাড়ি খুঁজলেন এই তিন যুবক।
advertisement
দশ বছর ধরে চেষ্টা চালাচ্ছেন। আইবুড়ো নাম ঘোচেনি। জামাইষষ্ঠীর মহাভোজেরর গল্প শুনেছেন শুধু লোকমুখে। নিজেরা পরখ করতে পারেননি। তাই জামাইষষ্ঠীর দিনে একবার অন্তত জামাই সেজে শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলেন, মজার ছলে তাঁরা একথায় জানালেন।
তবে আসল সত্যি হল এই তিন যুবক ফেসবুক রিলস তৈরির জন্যই জামাইষষ্ঠীর দিনে জামাই সেজে বেরিয়েছিল। যাদের জামাই নেই, যারা জামাইষষ্ঠী করতে পারেন না তাদের সঙ্গে একটু রঙ্গ রসিকতা করার জন্যই এবং সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তিন যুবকের এই অদ্ভুত কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল। কমেন্ট সেকশন দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সকলেই এটাকে মজার ছলে নিয়েছেন এবং আনন্দও পেয়েছেন।
advertisement
 বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Babu News: তিন জামাইয়ের কাণ্ডে শোরগোল বর্ধমানে! রাস্তায় শুরু হইচই, যা ঘটল চোখ ছানাবড়া
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement