Kultali : ‘স্যর,আমাদের ছেড়ে আপনি যাবেন না’, বদলির নির্দেশ শুনে প্রধানশিক্ষকের পা ধরে কাতর অনুরোধ ছাত্রের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
শিক্ষক-ছাত্র সম্পর্কের এই আন্তরিক ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগার (24 Parganas, South) কুলতলি (Kultali) অঞ্চলের জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে ৷
কুলতলি : তাদের স্কুলেই থেকে যেতে হবে ৷ এই আর্জি নিয়ে প্রধানশিক্ষকের পা ধরে কান্নায় ভেঙে পড়ল ছাত্র ৷ শিক্ষক-ছাত্র সম্পর্কের এই আন্তরিক ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগার (24 Parganas, South) কুলতলি (Kultali) অঞ্চলের জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে ৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শান্তনু ঘোষাল বদলি হয়ে যাচ্ছেন-এই খবর পেয়েই অতিমারি আবহেও স্কুলে চলে আসে ছাত্রছাত্রীরা ৷
পড়ুয়ারা প্রথমে প্রধান শিক্ষককে ঘিরে আবেদন করে ৷ তার পর বদলির নির্দেশ বাতিল করানোর দাবিতে সকলে বসে পড়ে স্কুলবাড়ির মেঝেতেই ৷ নিজের ব্যক্তিগত অসুবিধার কথা তাদের বোঝানর চেষ্টা করেন শান্তনুবাবু ৷ আবেদন নিবেদনের পর্বের মধ্যেই এক ছাত্র প্রধানশিক্ষক শান্তনু ঘোষালের পা জড়িয়ে ধরে ৷ সঙ্গে অনুরোধ, তাদের ছেড়ে প্রিয় শিক্ষক যেন চলে না যান ৷
advertisement
আরও পড়ুন : সঙ্গতিহীন উত্তরেই দিশা, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা ফিরে গেলেন তাঁর নিজের ঘরে
গত সাত বছর ধরে জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করেছেন শান্তনু ঘোষাল ৷ একান্ত পারিবারিক সমস্যার জন্য তিনি শিক্ষা দপ্তরের আবেদন জানিয়েছিলেন । বাড়ির কাছাকাছি কোনও স্কুলে তিনি শিক্ষকতা করতে চান । আবেদনে সাড়া দিয়ে শিক্ষা দপ্তর থেকে বদলির অর্ডার দেওয়া হয় ভাঙ্গড় নারায়ণপুর হাই স্কুলে।
advertisement
advertisement
আরও পড়ুন : উঁচু বাড়ির সানশেডে আটকে পড়ল বিড়াল! উদ্ধার করতে গিয়ে এলাকা জুড়ে টানটান উত্তেজনা
এই খবর পৌঁছন মাত্রই স্কুলের অন্যান্য শিক্ষক ও পরিচালন কমিটি বিষয়টি জানতে পারেন । মুহূর্তের মধ্যেই খবর শুনে স্কুলে হাজির ছাত্রছাত্রীরা । প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল তিনি জানান একুশ বছর ধরে শিক্ষকতা করছেন । তার মধ্যে সাত বছর প্রধান শিক্ষক হিসেবে তিনি কাজ করছেন । শুধুমাত্র পারিবারিক সমস্যার কারণে তিনি তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে শিক্ষকতা করতে চেয়েছিলেন । কিন্তু অবশ্যই স্কুলের ছাত্র ছাত্রী ভালবাসা ও আবেগকে গুরুত্ব দিয়ে আবার নতুন করে ভাবতে হবে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
(প্রতিবেদন : অর্পণ মণ্ডল)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2021 12:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kultali : ‘স্যর,আমাদের ছেড়ে আপনি যাবেন না’, বদলির নির্দেশ শুনে প্রধানশিক্ষকের পা ধরে কাতর অনুরোধ ছাত্রের

