হোম /খবর /দক্ষিণবঙ্গ /
‘স্যর,আমাদের ছেড়ে যাবেন না’, বদলির নির্দেশে প্রধানশিক্ষকের পা ধরে মিনতি ছাত্রের

Kultali : ‘স্যর,আমাদের ছেড়ে আপনি যাবেন না’, বদলির নির্দেশ শুনে প্রধানশিক্ষকের পা ধরে কাতর অনুরোধ ছাত্রের

এক ছাত্র প্রধানশিক্ষক শান্তনু ঘোষালের পা জড়িয়ে ধরে

এক ছাত্র প্রধানশিক্ষক শান্তনু ঘোষালের পা জড়িয়ে ধরে

শিক্ষক-ছাত্র সম্পর্কের এই আন্তরিক ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগার (24 Parganas, South) কুলতলি (Kultali) অঞ্চলের জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে ৷

  • Last Updated :
  • Share this:

কুলতলি : তাদের স্কুলেই থেকে যেতে হবে ৷ এই আর্জি নিয়ে প্রধানশিক্ষকের পা ধরে কান্নায় ভেঙে পড়ল ছাত্র ৷ শিক্ষক-ছাত্র সম্পর্কের এই আন্তরিক ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগার (24 Parganas, South)  কুলতলি (Kultali) অঞ্চলের জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে ৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শান্তনু ঘোষাল বদলি হয়ে যাচ্ছেন-এই খবর পেয়েই অতিমারি আবহেও স্কুলে চলে আসে ছাত্রছাত্রীরা ৷

পড়ুয়ারা প্রথমে প্রধান শিক্ষককে ঘিরে আবেদন করে ৷ তার পর বদলির নির্দেশ বাতিল করানোর দাবিতে সকলে বসে পড়ে স্কুলবাড়ির মেঝেতেই ৷ নিজের ব্যক্তিগত অসুবিধার কথা তাদের বোঝানর চেষ্টা করেন শান্তনুবাবু ৷ আবেদন নিবেদনের পর্বের মধ্যেই এক ছাত্র প্রধানশিক্ষক শান্তনু ঘোষালের পা জড়িয়ে ধরে ৷ সঙ্গে অনুরোধ, তাদের ছেড়ে প্রিয় শিক্ষক যেন চলে না যান ৷

আরও পড়ুন : সঙ্গতিহীন উত্তরেই দিশা, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা ফিরে গেলেন তাঁর নিজের ঘরে

গত সাত বছর ধরে জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করেছেন শান্তনু ঘোষাল ৷ একান্ত পারিবারিক সমস্যার জন্য তিনি শিক্ষা দপ্তরের আবেদন জানিয়েছিলেন । বাড়ির কাছাকাছি কোনও স্কুলে তিনি শিক্ষকতা করতে চান । আবেদনে সাড়া দিয়ে শিক্ষা দপ্তর থেকে বদলির অর্ডার দেওয়া হয় ভাঙ্গড় নারায়ণপুর হাই স্কুলে।

আরও পড়ুন : উঁচু বাড়ির সানশেডে আটকে পড়ল বিড়াল! উদ্ধার করতে গিয়ে এলাকা জুড়ে টানটান উত্তেজনা

এই খবর পৌঁছন মাত্রই স্কুলের অন্যান্য শিক্ষক ও পরিচালন কমিটি বিষয়টি জানতে পারেন । মুহূর্তের মধ্যেই খবর শুনে স্কুলে হাজির ছাত্রছাত্রীরা । প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল তিনি জানান একুশ  বছর ধরে শিক্ষকতা করছেন । তার মধ্যে সাত বছর প্রধান শিক্ষক হিসেবে তিনি কাজ করছেন । শুধুমাত্র পারিবারিক সমস্যার কারণে তিনি তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে শিক্ষকতা করতে চেয়েছিলেন । কিন্তু অবশ্যই স্কুলের ছাত্র ছাত্রী ভালবাসা ও আবেগকে গুরুত্ব দিয়ে আবার নতুন করে ভাবতে হবে বলেও জানিয়েছেন তিনি।

(প্রতিবেদন : অর্পণ মণ্ডল)

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: South 24 Parganas