Bangaon : সঙ্গতিহীন উত্তরেই দিশা, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা ফিরে গেলেন তাঁর নিজের ঘরে

Last Updated:

উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) পেট্রাপোল এলাকায় রাস্তার উপর থাকতেন ভবঘুরে মহিলা, লক্ষ্মী দেবী ৷ গত দুই বছরেরও বেশি সময় ধরে পেট্রাপোলের পথই ছিল তাঁর ঠিকানা

বনগাঁ : অসঙ্গতিপূর্ণ কথার সূত্র ধরেই মানসিক ভারসাম্যহীন মহিলাকে সোমবার তাঁর নিজের ঘরে ফিরিয়ে দেওয়া সম্ভব হল ৷ মানবিকতার এই বিরল নজিরের সাক্ষী থাকল পেট্রাপোল ৷ উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা ৷
উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) পেট্রাপোল এলাকায় রাস্তার উপর থাকতেন ভবঘুরে মহিলা, লক্ষ্মী দেবী ৷ গত দুই বছরেরও বেশি সময় ধরে পেট্রাপোলের পথই ছিল তাঁর ঠিকানা ৷ পেট্রোপোল এলাকার বাসিন্দারা নিয়মিত তাঁকে খাবার কেনার পয়সা দিতেন ৷
একদিন লক্ষ্মীদেবীর কাছেই জানতে চাওয়া হয় কোথায় তাঁর বাড়ি ৷ জানতে চাওয়া হয় তাঁর পরিবার পরিজন নিয়েও ৷ জিজ্ঞাসা শুনে আপন মনেই উত্তর দিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ৷ অস্ফুট স্বরে লক্ষ্মী দেবী বলেছিলেন, ‘সমস্তিপুর’ ৷
advertisement
advertisement
আরও খবর : উঁচু বাড়ির সানশেডে আটকে পড়ল বিড়াল! উদ্ধার করতে গিয়ে এলাকা জুড়ে টানটান উত্তেজনা
এর পর ব্যবসায়ীরা ঠিক করেন লক্ষ্মীকে ফিরিয়ে দিতে হবে তাঁর নিজের ঘরে ৷ সেই উদ্দেশ্য বাস্তবায়িত করতে শুরু হয় গুগল-অনুসন্ধান ৷ দীর্ঘ দিন ধরে চলে এই খোঁজ খবর ৷ অবশেষে দু’ বছর ধরে লাগাতার চেষ্টার পর পেট্রাপোল থেকে বিহারের পীরপাইতি থানায় খবর পাঠানো সম্ভব হয় ৷ খবর পেয়ে লক্ষ্মী দেবীর মেয়ে পূজা ও জামাই শঙ্কর রজব এসে পৌঁছন পেট্রাপোলে ৷
advertisement
আরও খবর :  সাবধান! মোহরের লোভ দেখিয়ে নকল সোনার কয়েন বিক্রির ফাঁদ দুষ্কৃতীদের, বীরভূমে চাঞ্চল্য
তাঁরা জানান, লক্ষ্মীদেবীর বাড়ি বিহারের ভাগলপুর জেলার ন’গাছিয়া গ্রাম ৷ শঙ্কর ও পূজার দাবি, দুই বছর আগে কাউকে কিছু না জানিয়ে আচমকাই তাঁর গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পড়েন লক্ষ্মীদেবী ৷ অনেক সন্ধান করার পরও তাঁর কোনও রকম খোঁজ পাওয়া যায়নি ৷
advertisement
অবেশেষে বিহারের পূজা তাঁর হারানো মাকে ফিরে পেলেন বাংলার পেট্রাপোল এলাকায় ৷ মেয়ে, জামাইয়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন লক্ষ্মী দেবী ৷ তাঁরা ধন্যবাদ জানিয়েছেন পেট্রাপোলের ব্যবসায়ীদের ৷ তবে লক্ষ্মীদেবী কী করে বাড়ি থেকে এত দূরে এসে পড়লেন, সেই অধ্যায় অবশ্য এখনও স্পষ্ট করে জানা যায়নি ৷
(প্রতিবেদন : অনিরুদ্ধ কির্তনীয়া)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangaon : সঙ্গতিহীন উত্তরেই দিশা, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা ফিরে গেলেন তাঁর নিজের ঘরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement