Bengal News| Crime: সাবধান! মোহরের লোভ দেখিয়ে নকল সোনার কয়েন বিক্রির ফাঁদ দুষ্কৃতীদের, বীরভূমে চাঞ্চল্য
- Published by:Pooja Basu
Last Updated:
Bengal news, Birbhum: একদিকে যেমন চক্রের মাথাদের পাকড়াও করছে পুলিশ(Birbhum Police), তেমনই সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে৷
#বীরভূম : 'আমি রাজু বলছি। আমাকে চিনতে পারলেন না? আমি ওই আপনাদের বাড়িটা তৈরি করেছিলাম। দাদা নতুন একটি বাড়ি তৈরি করতে গিয়ে মাটি কাটার সময় পুরনো যুগের মোহর পেয়েছি। আপনি বললে সেগুলো সস্তায় বিক্রি করতে পারি। বুঝতেই তো পারছেন গরিব মানুষ।' ঠিক এই ভাবেই প্রতারকরা একটি চক্রের মাধ্যমে কিছু মানুষের নম্বর জোগাড় করে তাতে ফোন করে। তারপর তাদের সোনার কয়েন অল্প দামে বিক্রি (False gold coin) করার ফাঁদে ফেলে নকল সোনার কয়েন ধরিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে। অনেকদিন ধরেই এমন প্রতারণা চক্র কাজ করছে বীরভূমের (Birbhum News) বিভিন্ন এলাকায়। তবে সম্প্রতি এই চক্রের আরও বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছিল, উঠে আসছিল ভুরি ভুরি অভিযোগ।
জাল সোনার কয়েন বিক্রি রুখতে উদ্যোগী হয় বীরভূম পুলিশ (Birbhum Police)। ইতিমধ্যেই জেলা পুলিশ এমন প্রতারণা চক্রের ঘটনায় একাধিক প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদের থেকে কয়েকশো নকল সোনার কয়েন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
advertisement
advertisement
তবে পুলিশ জানিয়েছে যে, প্রতারণা রুখে দেওয়ার জন্য সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা (Common man awareness)। এই বিষয়টিকে উপলব্ধি করেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে সিউড়ি থানা সহ বিভিন্ন থানা এলাকায় বড় বড় পোস্টারিং করা শুরু হয়েছে। পোস্টারে সাধারণ মানুষদের সচেতন করতে লেখা হয়েছে, "জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, পুরনো যুগের সোনার কয়েন বা মোহর-এর প্রলোভন দেখিয়ে কোনও ব্যক্তি যদি আপনাকে ফোন করে তাহলে সেই প্রলোভনে পা দেবেন না। এটি একটি জাল চক্র। দয়া করে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।"
advertisement
আরও পড়ুন Birbhum News| প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হবে ম্যাসেঞ্জার জলাধার, বীরভূম-মুর্শিদাবাদে বন্যা রোধের আশা!
পোস্টারিং (Poster to build awareness) ছাড়াও জেলা পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে। পুলিশ চাইছে, এই ভিডিওগুলি সহজেই পৌঁছে যাক সাধারণের কাছে যা দেখে তারা সতর্ক হন৷ যার জেরে প্রতারণার ঘটনা থেকে নিজেরাই নিজেদের রক্ষাকবচ হয়ে দাঁড়ান।
advertisement
মাধব দাস
view commentsLocation :
First Published :
September 13, 2021 9:44 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Crime: সাবধান! মোহরের লোভ দেখিয়ে নকল সোনার কয়েন বিক্রির ফাঁদ দুষ্কৃতীদের, বীরভূমে চাঞ্চল্য