ভারতীয় জল সীমানায় ঘোরাঘুরি করছে কারা? সন্দেহ হতেই ঝাঁপিয়ে পড়ল উপকূল রক্ষী বাহিনী, জালে আটক ১৩ বাংলাদেশি...
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Bangladeshi Fishermen Arrested: বুধবার সকালে গভীর সমুদ্রে মায়ের দয়া নামক একটি ট্রলারকে মাছ ধরতে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। এরপরই তাঁরা ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: কাকদ্বীপের গভীর সমুদ্রে বাংলাদেশি মৎস্যজীবীদের অনুপ্রবেশ। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জালে আটক ট্রলারে থাকা মোট ১৩ জন মৎস্যজীবী। ধৃতদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় বাংলাদেশি মৎস্যজীবীদের।
ভারতীয় জল সীমানা থেকে একটি বাংলাদেশি ট্রলার-সহ ১৩ জন মৎস্যজীবীকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার ওই ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে।
আরও পড়ুনঃ মহালয়ার দিন তর্পণের জন্য গঙ্গাসাগর যাবেন ভাবছেন! প্রশাসনের ‘এই’ নির্দেশ না মানলে বিপদে পড়বেন, জেনে নিন এখনই
বুধবার সকালে গভীর সমুদ্রে মায়ের দয়া নামক একটি ট্রলারকে মাছ ধরতে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। এরপরই তাঁরা ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের কাছে থাকা বাংলাদেশের নথিপত্র দেখে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। ওই ট্রলারে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হঠাৎই ধ্বংসাত্মক ভাঙন শুরু! চোখের সামনে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে সর্বস্ব! ভিডিও দেখলে আঁতকে উঠবেন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। উপকূল রক্ষী বাহিনীকে দেখার পরই তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপরই জিজ্ঞাসাবাদের পর ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয়। এদিন সন্ধ্যাতেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক হওয়া মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয়। বর্তমানে আটক হওয়া মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতীয় জল সীমানায় ঘোরাঘুরি করছে কারা? সন্দেহ হতেই ঝাঁপিয়ে পড়ল উপকূল রক্ষী বাহিনী, জালে আটক ১৩ বাংলাদেশি...