Sundarbans : খাড়ির জাগ্রত দেবী নারায়ণী! সুন্দরবনে ঢুকতে হলে নিতে হবে অনুমতি! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Sundarbans : এই দেবীর কাহিনি অবাক করবে! সুন্দরবনের মানুষো আজও বিশ্বাস করেন! জানুন
মথুরাপুর: খাড়ির জাগ্রত মা নারায়ণী মন্দিরে শুরু হল বাৎসরিক পুজো। এই পুজো সুন্দরবন এলাকার প্রাচীন পুজো হিসাবে পরিচিত এলাকায়। সুন্দরবন লাগোয়া এলাকায় মা নারায়ণী বনচণ্ডী নামেও পরিচিত। আগে সুন্দরবনে প্রবেশের আগে খাড়ির এই মন্দিরে পুজো দিতেন সকলে। এরপর বনে প্রবেশ করতেন তাঁরা। বনে প্রবেশের জন্য অনুমতি নিতে হত মা নারায়ণীর কাছ থেকে। সেই থেকে চলে আসছে এই পুজো।
এখন বন অনেকটা দূরে সরে গিয়েছে। কিন্তু রয়ে গিয়েছে এই মন্দির। মন্দিরে প্রতিবছর পুজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। আর এই পুজো উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন সেখানে। কথিত আছে বনবিবির সঙ্গে এই মা নারায়ণীর সখ্যতা আছে। তবে একবারনারায়ণীর সঙ্গে বনবিবির যুদ্ধ হয়েছিল এমন কথাও শোনা যায়। তবে যাই হোক না কেন। জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন মা নারায়ণীকে প্রবল ভক্তির সঙ্গে পুজো করেন।
advertisement
advertisement
এটি প্রাচীন মন্দির হওয়ায় এই মন্দিরকে তীর্থক্ষেত্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক ড: অলক জলদাতা। সুন্দরবনের ঐতিহ্য এই মন্দিরকে সর্বসমক্ষে আনার প্রচেষ্টা চলছে সেই সঙ্গে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 10:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarbans : খাড়ির জাগ্রত দেবী নারায়ণী! সুন্দরবনে ঢুকতে হলে নিতে হবে অনুমতি! জানুন