Protect From Lightning: বজ্রপাত হওয়ার আগের মুহূর্তে শরীরে এই লক্ষণ দেখা দেয়! জানুন বাঁচার উপায়
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Protect From Lightning: বজ্রপাত হলে ভয় পাবেন না! জেনে রাখুন এই নিয়ম। বাঁচবে প্রাণ!
প্রতিবছর পশ্চিমবঙ্গে বজ্রপাতে প্রাণ যায় বহু মানুষের। বিশেষ করে মাঠে-ঘাটে কাজ করা খেটে খাওয়া মানুষের বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটা একটু বেশি। মেঘ থেকে ভূমিতে হওয়া একটি সাধারণ বজ্রপাতে প্রায় ১ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হয়। একটি সাধারণ বজ্রপাতের ফ্ল্যাশ প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট এবং প্রায় ৩০,০০০ এম্পিয়ার এর বিদ্যুৎ উৎপন্ন করে।এবং এই সংখ্যাটা প্রতি বছর তাল মিলিয়ে বেড়েই চলেছে। (Reported By: Nilanjan Banerjee)
advertisement
সাম্প্রতিক পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনে মৃত্যু হয় একাধিক জনের। বজ্রপাত এড়াতে কি করা উচিত সে সম্বন্ধে ধারণা নেই অনেকেরই। কখনও ভেবে দেখেছেন ঠিক কেন হয় বজ্রপাত? কতটা শক্তিশালী একটি বজ্রপাত? কি করেই বা বুঝবেন আগে থেকে? আর কি কি করলে এড়ানো যাবে বজ্রপাতের সম্ভাবনা? বিস্তারিত জানতে পড়ুন! (Reported By: Nilanjan Banerjee)
advertisement
উঁচু স্থানে থাকা অত্যন্ত বিপজ্জনক। ঘনঘন বজ্রপাত হলে এমন কোন স্থানে নিজেকে রাখবেন না যেখানে আপনি সব থেকে উপরে অবস্থান করছেন। বাড়ির ছাদে অথবা কোন উঁচুস্থানে থাকলে অতিসত্বর নিচে নেমে আসুন এবং খোলা মাঠে অথবা জমিতে থাকলে বজ্রপাতের সময় মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়তে হবে। (Reported By: Nilanjan Banerjee)
advertisement
advertisement
কোন ধাতব বস্তু স্পর্শ না করাই ভাল। ধাতু বিদ্যুতের ভাল উচ্চ পরিবাহক হয় তাই ঘন ঘন বজ্রপাত হলে কোন ধাতব ও বস্তু থেকে দূরে থাকাই ভাল। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি থেকে বজ্রপাতের সময় দূরে থাকতে হবে। ঘনঘন বজ্রপাত হলে প্রত্যেকটি বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্লাগ গুলি আনপ্লাগ করে রেখে দিতে হবে। (Reported By: Nilanjan Banerjee)
advertisement
advertisement








