West Bardhaman News: এক ছাদের তলায় সাংসদ থেকে বিধায়ক! পশ্চিম বর্ধমানে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, জেলাবাসীর জন্য বড় খবর
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bardhaman News: বৈঠকে এলাকার রাস্তা, জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, আবাসন, স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ পশ্চিম বর্ধমান জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার এই বৈঠক আয়োজিত হয়। জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবাল্লাম এস, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক হরেরাম সিং ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের (এডিডিএ) চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ স্কুলে পড়ুয়া টানতে মাস্টারস্ট্রোক! বর্ধমানের প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ, দিশা দেখাচ্ছে বাকিদেরও
বৈঠকে শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোল এলাকার রাস্তা, জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, আবাসন, স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়।
advertisement
advertisement
জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয় বলেও জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে নিয়মিত এই ধরনের পর্যালোচনা বৈঠক করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 23, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: এক ছাদের তলায় সাংসদ থেকে বিধায়ক! পশ্চিম বর্ধমানে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, জেলাবাসীর জন্য বড় খবর








