Afghani Chicken Tandoori Recipe: শীতের সন্ধে জমে যাবে, বাড়িতেই বানিয়ে নিন রোস্তোরাঁ স্টাইল আফগানি চিকেন তন্দুরি, রইল চটজলদি রেসিপি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Afghani Chicken Tandoori Recipe: ঘরোয়া আফগানি তন্দুরিতে বছর শেষে হতে পারে জমিয়ে আড্ডা, নান বা রুমালি রুটির সঙ্গেও জমে যায় এই পদ। স্বাদে নরম, অল্প মশলায় ঘরোয়া রেসিপিতেই রেস্তোরাঁর অনুভূতি পাবে অতিথি প্রিয়জনরা। এভাবেই ট্রাই করুন আফগানি তন্দুরি চিকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
চিকেন টুকরোগুলো মেরিনেশনে ভালভাবে মাখিয়ে ঢেকে কমপক্ষে ৬–৮ ঘণ্টা (রাতভর হলে আরও ভাল) ফ্রিজে রাখুন। নন-স্টিক প্যানে অল্প মাখন গরম করে কম আঁচে ঢেকে চিকেন গুলিকে সেঁকুন। দু’পিঠ সোনালি হলে ঢাকনা খুলে বাড়তি জল শুকিয়ে নিন। ধোঁয়ার স্বাদ এর জন্য রান্না শেষে ছোট কয়লা লাল করে চিকেনের পাশে একটি বাটিতে রাখুন, তাতে সামান্য ঘি ঢেলে ঢাকনা দিয়ে ২ মিনিট রেখে দিন৷
advertisement







