South 24 Parganas News: বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা! ক্ষতিপূরণের খবরে খুশি সুন্দরবন

Last Updated:

এবার থেকে বাঘে আক্রান্তরা পেতে চলেছে ক্ষতিপূরণ। বাঘে আক্রান্ত মৃত পরিবারকে দিতে হবে আর্থিক সাহায্য, এমনই রায় দিয়েছে হাইকোর্ট। যার জেরে খুশি বাঘে আক্রান্ত পরিবারের লোকজন।

+
ছবি

ছবি হাতে বাঘে আক্রান্ত পরিবারের সদস্য

দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে বাঘের আক্রমণে আহত হলে পাওয়া যাবে ক্ষতিপূরণ। বাঘে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে আর্থিক সাহায্য, এমনই রায় দিয়েছে হাইকোর্ট। যার জেরে খুশি দুর্ঘটনার শিকার পরিবারের লোকজন।
সুন্দরবনের মানুষের জন্য কলকাতা হাইকোর্টের যুগান্তকারী এই রায় সাড়া ফেলে দিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। তাঁদের দাবি, এতদিন বনদফতরের তরফে বলা হত, যদি কোনও ব্যক্তি কোর এরিয়ায় ঢুকে বাঘে আক্রান্ত হন, তাহলে ক্ষতিপূরণ তো পাবেই না, উল্টে আইন ভাঙার জন্য মামলাও হতে পারে।
আরও পড়ুন: ঘাড়ের কুৎসিত কালো দাগ দূর করুন পুজোর আগেই, ঠিক এই ভাবে! এক রাতেই হবে ম্যাজিক!
তবে সূত্রের খবর, এবার হাইকোর্টের রায় বলা হয়েছে, কোর বা বাফার যেখানেই কোনও ব্যক্তি বাঘের দ্বারা আক্রান্ত হবেন, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের সার্কুলারেও কোথাও কোর বা বাফার ভাগ করা নেই বলেই সূত্রের খবর। এই নির্দেশের ফলে সুন্দরবনের বহু পরিবার, যাঁদের পরিজন বাঘের আক্রমণে মার গিয়েছেন, তাঁরা উপকৃত হবেন। বাঘ আক্রমণে বিধবা অসংখ্য মহিলা ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা পেলে তাঁদের জীবন অনেকটাই সহজ হবে বলে দাবি তাঁদের।
advertisement
advertisement
এপিডিআর নামের একটি মানবাধিকার সংগঠন গত সাত বছর ধরে, বাঘে আক্রান্ত পরিবারের অধিকার রক্ষার জন্য, লাগাতার আন্দোলন করে চলেছে। তারই অংশ হিসাবে, এপিডিআর-এর দক্ষিণ পরগণা জেলা কমিটি এর আইনজীবী কৌশিক গুপ্ত ও শ্রীময়ী মুখোপাধ্যায় হাইকোর্টে মামলাটি করেছিলেন। পরিবারগুলোকে সংগঠিত করে এপিডিআর-এর তরফে মিঠুন মণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এক্ষেত্রে। কিন্তু, এখনও হয়ত অনেকদূর যেতে হবে বলে মনে করছেন এপিডিআর-এর সদস্যেরা। বাঘে আক্রান্ত সবার জন্য ক্ষতিপূরণ আদায় করা বড় কাজ। এমনটাই জানিয়েছেন মামলাকারীরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা! ক্ষতিপূরণের খবরে খুশি সুন্দরবন
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement