South 24 Parganas News: মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অর্থ! বিক্ষোভ সাগরে
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অর্থ চাওয়ায় সাগরে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রছাত্রীরা।মাধ্যমিকের ফর্মফিলাপের জন্য সরকার নির্ধারিত মূল্য হল ২৫০ টাকা। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের একাধিক স্কুলে তার থেকেও বেশি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
#সাগর : মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অর্থ চাওয়ায় সাগরে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রছাত্রীরা।মাধ্যমিকের ফর্মফিলাপের জন্য সরকার নির্ধারিত মূল্য হল ২৫০ টাকা। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের একাধিক স্কুলে তার থেকেও বেশি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছেন যে, কোনো কোনো যায়গায় ১৬০০ থেকে ২৬০০ টাকা নেওয়া হচ্ছে। এমনকি টেস্ট পরীক্ষায় অনুত্তীর্নদের কাছ থেকে ফর্ম ফিলাপের জন্য বেশি টাকার দাবি করছে স্কুলগুলি। সবথেকে বেশি অভিযোগ উঠেছে নটেন্দ্রনাথ হাইস্কুল ও কোম্পানির চর মহেশ্বরী হাইস্কুলে বিরুদ্ধে।
এই অতিরিক্ত অর্থ কেনো নেওয়া হবে এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের দাবি অনেক ছাত্রছাত্রীদের পরিবার এককালীন এই টাকা দিতে অপারগ। আর এ নিয়ে বেলা থেকে অভবিভাবকদের বড় অংশ নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ হাইস্কুলের শিক্ষকদের ঘেরাও করে রাখে। স্কুলে উত্তেজনা চরমে ওঠে। সন্ধ্যা গড়ালেও শিক্ষকদের ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা।
আরও পড়ুনঃ ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!
এরপর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গিয়ে শিক্ষকদের বাড়ি ফেরান। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তারা। এই অতিরিক্ত টাকা তিন মাসের কোচিং এর জন্য নেওয়া হয়েছে বলে দাবি করছেন শিক্ষকরা। যদিও এই দাবি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। কেনো এই অতিরিক্ত অর্থ নেওয়া হবে তার সদুত্তর দিতে না পারলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
advertisement
advertisement
Nawab Mallick
Location :
First Published :
December 09, 2022 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অর্থ! বিক্ষোভ সাগরে