South 24 Parganas News: ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!

Last Updated:

কারও মাটির বাড়ি ভেঙে পড়েছে, ছেলে- পুলে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের বারান্দায়। কেউ আবার মাটির ভাঙা ঘরেই কোনও রকমে দিন কাটাচ্ছেন। অভিযোগ, বারবার আবেদন করেও সরকারি ঘর জোটেনি। নতুন করে আবাস যোজনার তালিকাতেও নাম আসেনি তাঁদের।

+
title=

#বকুলতলা : কারও মাটির বাড়ি ভেঙে পড়েছে, ছেলে- পুলে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের বারান্দায়। কেউ আবার মাটির ভাঙা ঘরেই কোনও রকমে দিন কাটাচ্ছেন। অভিযোগ, বারবার আবেদন করেও সরকারি ঘর জোটেনি। নতুন করে আবাস যোজনার তালিকাতেও নাম আসেনি তাঁদের। বিডিওকে জানিয়েও সদুত্তর মেলেনি। কেন সরকারি সুযোগ থেকে বার বার বঞ্চিত হতে হচ্ছে, প্রশ্ন তুলছেন তাঁরা। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি আব্দুল হাই মোল্লা তিনি জানান, কীভাবে আমাদের নাম কেটে বাদ গেল তা আমরা ভেবেই উঠতে পারছি না।
সরকারি যদি কোনও আধিকারিক আমার বাড়িতে এসে যদি দেখে আমি কিভাবে বসবাস করছি মাটির বাড়ি আমার। বেশ কিছুদিন আগে ঝরে আমার বাড়ির একদিকের দেওয়াল ভেঙে পড়ে গেছে। এই ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে অন্য জনের বারান্দাতে কোনওভাবে রাত কাটাচ্ছি। তাও আমার নতুন তালিকাতে নাম নেই। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে সরকারি আবাস প্লাস প্রকল্পে ঘরের জন্য নামের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকাই সম্প্রতি প্রকাশিত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে গুলি! ঘটনায় গ্রেফতার সাত
সরকারি নির্দেশে তালিকা অনুযায়ী তথ্য খতিয়ে দেখার কাজ শুরু করেছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। সরকারি গাইডলাইন অনুযায়ী যাদের পাকা বাড়ি, দুই চাকা বা চার চাকা গাড়ি আছে, যারা সরকারি চাকরি করেন, যাদের মাছ ধরার বোট আছে, যাদের নিজস্ব ট্রাক্টর বা পাওয়ার টিলার আছে, যারা আয়কর দেন, যাদের অন্তত আড়াই একর জমি আছে, যাদের নিজের নামে বাড়িতে ল্যান্ড ফোন আছে তাঁরা তালিকা থেকে বাদ যাবেন। তালিকা অনুযায়ী এইসব তথ্যই খতিয়ে দেখছেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement