#ভাঙড় : রাতের অন্ধকারে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। মোবাইল ফোনের লোকেশন ট্যাপ করে এবং ঘটনাস্থলের কাছের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখিয়ে শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাবির মোল্লা (২৯), রশিদ আলী মোল্লা (৩৯), আশিক মিস্ত্রি (২৭), রাকেশ মণ্ডল (২৬), মন্টু শেখ (৩৬), আব্দুর রহমান (৪৩), আসাদুর রহমান মোল্লা (৪২)। ধৃতরা প্রত্যেকেই ভাঙড় থানা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, ধৃতদের মধ্যে একটি গোষ্ঠী তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীর। এবং বাকিরা প্রাক্তন অঞ্চল সভাপতির লোকজন। যদিও রাজনৈতিক বিষয়ে কিছু জানায়নি পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বড়ালি গ্রামের বাড়িতে থাকেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। অন্যান্য দিনের মত গত মঙ্গলবার রাতেও বাড়িতেই নিজের ঘরে শুয়ে পড়েছিলেন তিনি। আনুমানিক রাত দেড়টা নাগাদ তাঁর বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে খাটের নিচে আশ্রয় নেন ফজলে করিম।
আরও পড়ুনঃ মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত অর্থ! বিক্ষোভ সাগরে
দরজা জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী রাতেই ফজলে করিমের বাড়িতে এসে গুলির খোল উদ্ধার করেছিল। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অভিযোগ করেছিলেন, ব্লক সভাপতি কাইজার আহমেদের নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন কাইজার। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
আরও পড়ুনঃ ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!
তাছাড়া পাওয়ার লোকেশন ট্যাপ করে ৭জনের নাম জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল কাইজার সহ ভাঙড়ের বেশ কয়েকজন প্রথম শারির তৃণমূল নেতাদেরকে। এরপর শুক্রবার গ্রেফতার করা হয় ৭ জনকে। এদিন ধৃতদেরকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, 'ঘটনার তদন্ত এখনও চলেছে। কিভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছিল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।'
Suman Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AITMC, Bhangar, South 24 Parganas