South 24 Parganas News: হাসপাতাল না পোড়ো বাড়ি‌! পরিকাঠামো দেখলে লজ্জা পাবে আপনারও

Last Updated:

South 24 Parganas News: বলরামপুরে আগাছায় ঢেকেছে হাসপাতাল চত্বর। যার জেরে অসুবিধা হচ্ছে স্থানীয়দের।

+
হাসপাতাল

হাসপাতাল না পোড়ো বাড়ি‌

মথুরাপুর: বলরামপুরে আগাছায় ঢেকেছে হাসপাতাল চত্বর। যার জেরে অসুবিধা হচ্ছে স্থানীয়দের। হাসপাতাল থেকে পরিষেবাও ঠিক ভাবে মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।বলরামপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই হাসপাতাল। এই হাসপাতালের পোশাকি নাম ঘাটবকুলতলা হাসপাতাল। এই হাসপাতালটি দূর থেকে দেখলে মনে হয় জঙ্গলের মধ্যে থাকা একটি পোড়ো বাড়ি‌।
স্থানীয়রা একাধিকবার হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুললেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা বাবলু মিস্ত্রি। তিনি জানিয়েছেন, হাসপাতালটি নামেই চলে। পরিষেবা পাওয়া যায় না‌। বড় কোনো অসুবিধা হলে বাইরে যেতে হয়। আগে এখানে বিদ্যুৎ ছিল না। তবে এখন বিদ্যুৎ পরিষেবা মিলছে। তবে হাসপাতাল চত্বরটি এখনও আগাছায় মোড়া। হাসপাতালের গায়ে বড় বড় গাছ জন্মেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: অ্যাডমিট হারানো থেকে পরীক্ষার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সব কাজ এবার অনলাইনে! বিশদে জেনে নিন
এই হাসপাতালের উপর প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের বাসিন্দারা নির্ভর করেন। একথা জানিয়েছেন, স্থানীয় এক গৃহবধূ সুদক্ষিণা হালদার। তিনি আরও জানিয়েছেন, হাসপাতাল থেকে জ্বর, সর্দি, কাশির মত সাধারণ রোগের ওষুধ পাওয়া যায়। এই অবস্থার পরিবর্তন হলে খুব ভাল হয় জানিয়েছেন সকলেই। এখন দেখার কবে এই অবস্থার পরিবর্তন হয়।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হাসপাতাল না পোড়ো বাড়ি‌! পরিকাঠামো দেখলে লজ্জা পাবে আপনারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement