HS Exam 2025: অ্যাডমিট হারানো থেকে পরীক্ষার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সব কাজ এবার অনলাইনে! বিশদে জেনে নিন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
HS Exam 2025: উচ্চ মাধ্যমিকের সবকিছু হচ্ছে অনলাইনে। আর যার ফলে খুশি সকলেই। বাড়িতে বসেই সমস্ত কিছু করা যাচ্ছে। জানুন...
দক্ষিণ ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকের সব কিছু হচ্ছে অনলাইনে। আর যার ফলে খুশি সকলেই। বাড়িতে বসেই সমস্ত কিছু করা যাচ্ছে। তার জন্য কোথাও যেতে হচ্ছে না। হারানো মার্কশিট, সার্টিফিকেট ফিরে পেতে আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস যেতে হত।
এখন স্থানীয় থানায় জেনারেল ডায়েরি করে সেই নম্বর দিয়ে আবেদন করতে হয় অনলাইনে। হারানো সার্টিফিকেট ছাড়াও, স্কুলগুলির জন্য একাধিক সুবিধা করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও স্কুলের জন্য আলাদা অপশন রাখা হয়েছে। সমস্ত প্রক্রিয়ার ফলে খুবই সুবিধা হচ্ছে। এই সমগ্র প্রক্রিয়াটির সরলীকরণের জন্য সুবিধা হচ্ছে সবার।
আরও পড়ুন: ‘তোর দ্বারা কিচ্ছু হবে না’! সন্তানকে এগুলি বলার আগে ১০০ বার ভাবুন, ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! কেন জানেন?
একথা জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতি। তিনি জানিয়েছেন এই একই রকম ব্যবস্থা মাধ্যমিকের ক্ষেত্রে করা উচিত। তাহলে আরও সুবিধা হবে। মাধ্যমিকে এখনও অফলাইন আবেদন করতে হচ্ছে। তবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ফি একটু কমালে ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক দিয়েছেন? মাধ্যমিক কথাটির অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
ফি কমালে উপকৃত হবে হাজার হাজার ছাত্র-ছাত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যুগান্তকারী পদক্ষেপ নজির সৃষ্টি করেছে রাজ্যে। তবে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকেও এই ব্যবস্থা করলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 6:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Exam 2025: অ্যাডমিট হারানো থেকে পরীক্ষার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সব কাজ এবার অনলাইনে! বিশদে জেনে নিন