পাথরপ্রতিমা: হঠাৎ পুকুরে ভেসে উঠল দৈত্যাকার এক প্রাণী। পরক্ষণেই শরীর ডুবিয়ে শুধুমাত্র মাথা ভাসিয়ে রাখল জলের উপর। এমন ঘটনার পর আতঙ্কিত পাথরপ্রতিমার পঞ্চমের বাজার এলাকার মানুষজন।
এই ঘটনার কথা জানতে পেরে পুকুর পাড়ে এসে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। আসলে পঞ্চমের বাজার এলাকার বাসুদেব ঘড়ার পুকুরে সকাল থেকে কুমির দেখতে পাওয়া যাচ্ছে বলে খবর। এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন: মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে হার্ট অ্যাটাক! মৎস্যজীবীর মৃত্যুতে চাঞ্চল্য চারদিকে
কুমিরটি পুকুর থেকে উঠে আর যাতে কোথাও না চলে যায়। সে দিকে লক্ষ রাখছেন স্থানীয়রা। এই ঘটনার কথা জানানো হয়েছে বনদফতরের রামগঙ্গা রেঞ্জ অফিসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা।
আরও পড়ুন: মর্মান্তিক! সুস্থ অবস্থায় বাথরুমে ঢুকেছিলেন, আর ফিরলেন না বলি অভিনেত্রীর স্বামী!
স্থানীয় জগদ্দল নদী থেকে ওই কুমিরটি কোনও কারণে লোকালয়ে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। বনদফতরের কর্মীরা জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। বনদফতরের কর্মীরা যাওয়ার আগে ঘটনাস্থলে কড়া নজর রেখেছেন গ্রামবাসীরা।
তবে কুমিরটি পুকুরে একটানা সাঁতার কাটছে না বলে জানা যাচ্ছে। মাঝে মধ্যেই মুখ বার করে রাখছে। আর যা দেখতে সেখানে সকাল থেকে গ্রামবাসীরা ভিড় করছেন। অনেকেই ছবি তুলছেন মোবাইলে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crocodile, South 24 Pargana news