Nilu Kohli's Husband death: মর্মান্তিক! সুস্থ অবস্থায় বাথরুমে ঢুকেছিলেন, আর ফিরলেন না বলি অভিনেত্রীর স্বামী!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nilu Kohli's Husband death: নিলুর মেয়ের কথায় জানা যায়, বর্ষীয়ান অভিনেত্রী তাঁর স্বামীকে হারিয়ে শোকে পাথর। মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছেন। যখন ঘটনাটি ঘটে, তিনি বাড়ির বাইরে ছিলেন।
মুম্বই: মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বলিপাড়া ও মুম্বইয়ের টেলিপাড়া। অভিনেত্রী নিলু কোহলির স্বামী হরমিন্দর সিং সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরেছিলেন, হঠাৎই এক ধাক্কায় পরিবারে নেমে এল গভীর শোক। বাথরুমে ঢুকেছিলেন স্বাভাবিক অবস্থায়। আর ফিরলেন না হরমিন্দর।
শুক্রবার বিকেলে গুরুদ্বার থেকে বাড়ি ফিরেছিলেন সুস্থ অবস্থায়। বাড়িতে তখন কেবল পরিচারিকা ছিলেন। জানা যায়, হরমিন্দর বাথরুমে ঢোকেন। তার পর অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে পরিচারিকা দরজা খুলে দেখেন নিলুর স্বামী মাটিতে লুটিয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাথরুমে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
নিলুর কন্যা সাহিবা মৃত্যুর ঘটনার খবর নিশ্চিত করেন এক সংবাদমাধ্যমে। তাঁর কথায় জানা যায়, বাথরুমে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে সম্ভবত। সাহিবা জানান, এই মৃত্যু একেবারে আকস্মিক। দু’দিন বাদে শেষকৃত্য সম্পন্ন হবে হরমিন্দরের। কারণ গোটা পরিবার এখন তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছে। যিনি মার্চেন্ট নেভিতে কর্মরত।
advertisement
advertisement
নিলুর মেয়ের কথায় জানা যায়, বর্ষীয়ান অভিনেত্রী তাঁর স্বামীকে হারিয়ে শোকে পাথর। মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছেন। যখন ঘটনাটি ঘটে, তিনি বাড়ির বাইরে ছিলেন।
নিলুকে বিভিন্ন ছবি এবং ধারাবাহিকে কৌতুকাভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া খলনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘দেবানন্দ ধীরে ধীরে’ ছবিতে কাজ করেছেন নিলু। এছাড়া ‘ইউনাইটেড কাচ্চে’ ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। তার আগেই স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ নিলু। মাসখানেক আগে স্বামীর জন্মদিনে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘তুমি হাজার বছর বেঁচে থাকো।’ সেই ছবি বারবার মনে করিয়ে দিচ্ছে তাঁদের সুখের সংসারের কথা।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 3:00 PM IST