ফ্রেজারগঞ্জ: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুন্দরবন এলাকার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের উত্তর শিবপুর এলাকার এক মৎস্যজীবীর। মৃতের নাম দুলাল প্রামাণিক। বয়স ৫০ বছর।
মৎস্যজীবী সংগঠন এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফবি রিয়া নামে একটি ট্রলার নিয়ে কয়েকজন মৎস্যজীবী ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
আরও পড়ুন: মর্মান্তিক! সুস্থ অবস্থায় বাথরুমে ঢুকেছিলেন, আর ফিরলেন না বলি অভিনেত্রীর স্বামী!
এদিন গভীর রাতে ওই ট্রলারে থাকা দুলাল প্রামাণিক নামে এক মৎস্যজীবী হৃদরোগে আক্রান্ত হন। ট্রলারে থাকা মাঝি-সহ অন্যান্য মৎস্যজীবীরা দুলালের মাথায় জল ঢালতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই মাঝসমুদ্রে বছর পঞ্চাশের মৎস্যজীবী দুলাল প্রামাণিকের মৃত্যু হয়। পরদিন সকালে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে দুলালের দেহ নিয়ে আসা হয়।
আরও পড়ুন: লক্ষাধিক বেতনের চাকরির সুযোগ! লখনউ বিশ্ববিদ্যালয়ে দেশের একাধিক সংস্থার ভিড়
ফ্রেজারগঞ্জের উত্তর শিবপুর এলাকার বাসিন্দা দুলাল প্রামাণিকের দেহ ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে আনা হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বিশ্বজিৎ হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sundarbans news