South 24 Parganas News: মা-বাবার বকুনি খেয়ে অভিমানে বাড়ি ছেড়েছিল কলেজছাত্রী, ফিরিয়ে আনল পুলিশ

Last Updated:

মা-বাবার বকুনি খেয়ে অভিমানে বাড়ি ছেড়েছিল কলেজছাত্রী। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় মেয়েকে খুঁজে পেল পরিবার

দক্ষিণ ২৪ পরগনা: মা-বাবার বকাবকিতে অভিমানে বাড়ি ছেড়েছিল কিশোরী। শেষ পর্যন্ত জয়নগর থানার তাৎপরতায় বাড়ি ফিরে এল মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি থেকে জয়নগরের গোলাবাটির কলেজ পড়ুয়া ওই কিশোরীকে পাওয়া যাচ্ছিল না। পরিবার চারিদিকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত জয়নগর থানার দ্বারস্থ হয়। ৩০ জানুয়ারি জয়নগর থানায় ওই কিশোরীর মিসিং ডায়রি দায়ের হয়। এর পরই জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এসআই তন্ময় দাসের নেতৃত্বে ওই কিশোরীর সন্ধানের জন্য পুলিশের একটি বিশেষ টিম তৈরি করা হয়। তার এক সপ্তাহের মধ্যেই এল সাফল্য। পুলিশের তৎপরতায় পারুলিয়া কোস্টাল থানার কামারপল্লি এলাকা থেকে উদ্ধার করা হয় ঐ নিখোঁজ কলেজ ছাত্রীকে।
advertisement
advertisement
উদ্ধার হওয়া ঐ কিশোরীকে নিয়ম মেনে বারুইপুর মহকুমা আদালতে পাঠায় জয়নগর থানা। আদালতের নির্দেশের পর ওই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় দ্রুত মেয়েকে ফিরে পেয়ে খুশি ঐ কিশোরীর মা সহ গোটা পরিবার।
advertisement
এমনিতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারী পাচারের হার যথেষ্ট বেশি। এই অবস্থায় পুলিশ তৎপর হয়ে দ্রুত ওই কিশোরীকে খুঁজে বার না করলে বড় কোন‌ও বিপদ ঘটে যেতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তাঁরা পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মা-বাবার বকুনি খেয়ে অভিমানে বাড়ি ছেড়েছিল কলেজছাত্রী, ফিরিয়ে আনল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement