দক্ষিণ ২৪ পরগনা: মা-বাবার বকাবকিতে অভিমানে বাড়ি ছেড়েছিল কিশোরী। শেষ পর্যন্ত জয়নগর থানার তাৎপরতায় বাড়ি ফিরে এল মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি থেকে জয়নগরের গোলাবাটির কলেজ পড়ুয়া ওই কিশোরীকে পাওয়া যাচ্ছিল না। পরিবার চারিদিকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত জয়নগর থানার দ্বারস্থ হয়। ৩০ জানুয়ারি জয়নগর থানায় ওই কিশোরীর মিসিং ডায়রি দায়ের হয়। এর পরই জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এসআই তন্ময় দাসের নেতৃত্বে ওই কিশোরীর সন্ধানের জন্য পুলিশের একটি বিশেষ টিম তৈরি করা হয়। তার এক সপ্তাহের মধ্যেই এল সাফল্য। পুলিশের তৎপরতায় পারুলিয়া কোস্টাল থানার কামারপল্লি এলাকা থেকে উদ্ধার করা হয় ঐ নিখোঁজ কলেজ ছাত্রীকে।
আরও পড়ুন: প্রেমিকার 'প্রতিবাদী' মেয়েকে খুনের দু'দিন পর অভিযুক্ত প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার!
উদ্ধার হওয়া ঐ কিশোরীকে নিয়ম মেনে বারুইপুর মহকুমা আদালতে পাঠায় জয়নগর থানা। আদালতের নির্দেশের পর ওই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় দ্রুত মেয়েকে ফিরে পেয়ে খুশি ঐ কিশোরীর মা সহ গোটা পরিবার।
এমনিতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারী পাচারের হার যথেষ্ট বেশি। এই অবস্থায় পুলিশ তৎপর হয়ে দ্রুত ওই কিশোরীকে খুঁজে বার না করলে বড় কোনও বিপদ ঘটে যেতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তাঁরা পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।