একই এলাকা, একই কায়দা! ফের ভাঙড়ে উদ্ধার বিপুল অস্ত্র

Last Updated:

Police:ফের ভাঙড়ের কাশীপুর থেকে উদ্ধার অস্ত্র।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#ভাঙড়: ফের ভাঙড়ের কাশীপুর থেকে উদ্ধার অস্ত্র। অক্টোবরের ২৯ তারিখও এই এলাকাতে বিপুল অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন ফের পুলিশি তল্লাশিতে ৫টি বন্দুক এবং ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আশিক গাজি। অনুমান করা হচ্ছে, আশিক গাজি একজন অস্ত্র ব্যবসায়ী। তবে অস্ত্র ব্যবসায়ী আচমকা ভাঙড়ে কেন অস্ত্র নিয়ে ঢুকবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এদিন ওই অস্ত্র ব্যবসায়ীকে আদালতে তোলা হয়েছে।
গোটা বিষয়টিতে লেগেছে রাজনৈতিক রংও। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার নেপথ্যে আইএসএফ নেতারা যুক্ত রয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এলাকায় অস্ত্র মজুত করা হচ্ছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ মানতে চায়নি আইএসএফ। তাদের দাবি, আইএসএফ এসব কালচারে বিশ্বাসী নয়। এই অস্ত্র তৃণমূলই নিয়ে আসছিল।
advertisement
advertisement
গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার ভাঙড়়ের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কখনও উদ্ধার হয়েছে বোমা, কখনও বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর শিরোনামে এসেছে। তবে আশিক গাজি এই অস্ত্র কার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
কদিন আগেই ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময়ে ৪টি বন্দুক এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই অভিযান চালিয়েছিল পুলিশ। ২৯ অক্টোবর নাগাদ সেই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার ২ সপ্তাহের মধ্যে ফের ভাঙড়ের একই এলাকা থেকে আরেক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
একই এলাকা, একই কায়দা! ফের ভাঙড়ে উদ্ধার বিপুল অস্ত্র
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement