ভোটে লড়বেন? অবশেষে মনের ইচ্ছার কথা জানালেন পিকে

Last Updated:

Prashant Kishor: নীতীশ কুমারের দল জেডিইউ-কেও নিশানা করেছেন প্রশান্ত কিশোর।

#বিহার: নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর।  বিহারের একটি কর্মসূচিতে গিয়েছিলেন পিকে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, আগামী দিনে নির্বাচনে লড়াই করবেন কিনা। সেই প্রশ্নের জবাবে পিকে বলেন, "কেন আমি নির্বাচনে লড়াই করব, আমার এমন কোনও ইচ্ছাই নেই।"
নীতীশ কুমারের দল জেডিইউ-কেও নিশানা করেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,  "জেডিইউ নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন। আমি যেহেতু স্বাধীন পথ নিয়েছি। সেটা তাঁদের পছন্দ হয়নি। নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা উচিত যে আমাদের রাজনৈতিক বোঝাপড়া না থাকলে, আমি দুই বছর তাঁর বাসভবনে ঠিক কী করছিলাম।,"
পাশাপাশি নীতীশ কুমারকেও তোপ দেগে পিকে বলেন, "১০ বছর আগের নীতীশ কুমারের সঙ্গে এখনকার নীতীশ কুমারের অনেক পার্থক্য রয়েছে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে হেরে যাওয়ায় নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন নীতীশ কুমার পদে থাকার জন্য যা কিছু নিয়ে আপোষ করতে পারেন।"
advertisement
advertisement
বিহারের মহাজোট সরকারের ১০ লাখ চাকরির প্রতিশ্রুতিকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রশান্ত কিশোর। তিনি বলেন, "আমি আগে অনেকবার বলেছি। এখন আমি আবারও বলছি, যদি তাঁরা প্রতিশ্রুতি পূরণ করেন, তবে আমি প্রচার করা ছেড়ে দেব।"
advertisement
এর আগে একাধিকবার নির্বাচনের লড়াই করার বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে বরাবর নিজের অবস্থানে অনড় থেকেছেন প্রশান্ত কিশোর। তবে বিহারের ক্ষেত্রে তিনি 'ভালো বিকল্প' হতে পারে জানিয়েছেন তিনি। কিন্তু সেই ভালো বিকল্প আদতে কী, সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি পিকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে লড়বেন? অবশেষে মনের ইচ্ছার কথা জানালেন পিকে
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement