Shatrughan Sinha: 'প্রতি মুহূর্তে প্রমাণ পেয়ে চলেছি', বিস্ফোরক মন্তব্য শত্রুঘ্ন সিনহার! গেম চেঞ্জার'কে নিয়ে আশাবাদী
- Published by:Suman Biswas
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Shatrughan Sinha: কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা।
#কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা প্রশ্নে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় প্রতিবাদ, মিছিল করেছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।কেন্দ্রের এজেন্সি-রাজনীতির বিরুদ্ধে ফের প্রতিবাদে মুখর হলেন বর্ষীয়ান অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা। আসানসোলের সাংসদ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এনআইএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, তার সঙ্গে তিনি একশো শতাংশ একমত। বলেন, আপনারা কেন্দ্রের ঘৃণ্য এজেন্সি-রাজনীতির প্রমাণ পেয়ে চলেছেন প্রতি মুহূর্তেই।
শুধু এনআইএ-ই নয় অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলিও কংগ্রেস, আপ ইত্যাদি অবিজেপি পরিচালিত রাজ্যগুলির পিছনে উঠেপড়ে লেগেছে। তার হাতেগরম প্রমাণ দিনকয়েক আগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের জামিন। শত্রুঘ্ন বলেন, মুম্বইয়ের বিশেষ আদালত থেকে জামিন মঞ্জুর হয় এই শিবসেনা নেতার। আদালত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে তীব্র ভর্ৎসনাও করেছে, বিরোধী রাজনৈতিক নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য। তবে প্রধানমন্ত্রী জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন সেই নেত্রী, যিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনে গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারেন। মোদি নিজে ভয় পেয়েছেন বলেই বিভিন্নভাবে ওঁকে চাপে রাখার কৌশল নিয়েছেন। তাঁর বিরুদ্ধেই সব থেকে বেশি ‘উইচ-হান্ট’ বা অকারণ হয়রানি করানোর হীন কৌশল নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু ভুলে যাবেন না, ওঁর বিরুদ্ধে যত আগ্রাসন হবে, জনমত ততটাই শক্তিশালী হয়ে তাঁর পাশে এসে দাঁড়াবে। সুতরাং এজেন্সি-রাজনীতিকে ভয় পাওয়ার কিছু নেই।
advertisement
advertisement
দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক, বিরোধী দলগুলির থেকে দলের ‘দূরত্ব’ তৈরি নিয়ে চর্চা ইত্যাদিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৃণমূলকে নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছিল। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে ‘সর্বাত্মক’ প্রতিবাদের কথা জানিয়ে গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তাদের অভিযোগ, বিজেপি বিরোধী হলেই সক্রিয়তা, বিজেপি দলের কেউ হলেই নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 2:45 PM IST